বাংলা

একটি বুকমার্কের গল্প

CMGPublished: 2024-04-18 16:21:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চৌ চিং ছিউ’র মেয়ে চৌ ইয়ান তার বাবার গল্প আমাদের শুনিয়েছেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত চৌ চিং ছিউ সিয়াও শান অঞ্চলের তার গ্রামের বাড়িতে ফিরে আসেন। গ্রামবাসীরা সব সময় তার বাবাকে ছোট যন্ত্রপাতি মেরামত করতে পাঠায়। সে সব যন্ত্রপাতি ঠিক করার পর তার বাবা সবাইকে যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে ধারনা দেন।

মেয়ে চৌ ইয়ান’র চোখে তার বাবা চৌ চিং ছিউ’র আছে নিজের আধ্যাত্মিক জগত। চৌ চিং ছিউ’র একজন ভালো বন্ধু রয়েছে। যার নাম তোং সিয়াও ছাং। তোং সিয়াও ছাং বলেন, এ বুকমার্ক মাধ্যমিক স্কুলে সহপাঠিদের মধ্যে উপহার হিসেবে নববর্ষের কার্ড হতে পারে। তিনি বলেন, এ বুকমার্কে যে সময় লেখা হয়েছে, সেটি তাদের এ স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জনের সময়।

নববর্ষের কার্ড পরস্পরকে উপহার দেওয়া সে যুগে সহপাঠীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের একটি মাধ্যম ছিল। তিনি এবং চৌ চিং ছিউ প্রায়ই কবিতা এবং প্রবন্ধ লেখার মাধ্যমে তাদের আবেগ ও চিন্তাভাবনা প্রকাশ করতেন। তারা দুজনেই সহপাঠী এবং কলম-বন্ধু ছিলেন।

এ বুকমার্ক হলো ১৯৫৭ সালে জুনিয়র স্কুল থেকে স্নাতক হওয়ার পরে চৌ চিং ছিউকে একটি সাহিত্যি গোষ্ঠীর সহপাঠী হান ছোং মেই’র লেখা একটি চিঠি। সেই সময় ছাত্ররা লেখাপড়ার ফাঁকে ভ্রমণ করতো এবং সাহিত্যের মাধ্যমে বন্ধুত্ব করতো, যা তাদের জীবনে অবিস্মরণীয় আনন্দ যোগ করতো। পুরানো সহপাঠীদের এই স্মৃতিগুলো চৌ ইয়ানকে তার বাবার আধ্যাত্মিক জগতে পুনরায় নিয়ে যায়।

এই পুরানো বুকমার্কের মাধ্যমে চাও ওয়েন খাই ৬০ বছর আগের তার সিনিয়রদের গল্প জানার পর ভবিষ্যতের জন্য একটি দৃঢ় বিশ্বাস অর্জন করেছেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn