বাংলা

হাঙ্গেরিতে শক্তিশালী চীনা নতুন জ্বালানি গাড়ির রমরমা অবস্থা

CMGPublished: 2024-04-15 15:01:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নিও’র মতো বিওয়াইডি হাঙ্গেরিতে ভালো সুনাম পায়। দেশটির গাড়ি ব্যবসায়ী শিলার গ্রুপ বিওয়াইডি’র স্থানীয় ব্যবসায়ী। গ্রুপের কৌশল ও বিপণন পরিচালক শিলার মার্ক বলেন, হাঙ্গেরিতে বিওয়াইডি’র ব্র্যান্ডের স্বীকৃতি বাড়ছে। নতুন জ্বালানি যানবাহনের উৎপাদন ঘাঁটি নির্মাণ হোক, অথবা দেশটিতে বিক্রি নেটওয়ার্ক সম্প্রসারণ হোক, উভয়ই ইউরোপীয় বাজারের প্রতিই তার লক্ষ্য। গাড়ি শিল্প ঐতিহ্যবাহী গাড়ি থেকে নতুন জ্বালানি গাড়িতে রূপান্তর করার প্রক্রিয়ায় হাঙ্গেরি ‘সবচেয়ে অগ্রণীতে দাঁড়ানো’র প্রত্যাশা করে। এ ক্ষেত্রে চীনা বৈদ্যুতিক গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চীনের বৈদ্যুতিক গাড়ি হাঙ্গেরি ও অন্যান্য অঞ্চলের প্রভাবশালী স্থানীয় তথ্যমাধ্যম ও গাড়ি বিশেষজ্ঞদের মনোযোগ আকর্ষণ করেছে। হাঙ্গেরিয়ান ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’র দায়িত্বশীল ব্যক্তি জোহ এস্তেভান এক সাক্ষাৎকারে বলেছেন, গাড়ি নির্মাণ শিল্প এবং এর সঙ্গে জড়িত পুরো সাপ্লাই চেইন হাঙ্গেরির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনৈতিক উন্নয়নে গভীর প্রভাব ফেলেছে। বর্তমানে এ শিল্পে চীনের বিনিয়োগ থাকার কারণে স্পষ্টতই তার প্রসার বেড়েছে।

জোহ আরো বলেন, হাঙ্গেরির শ্রম-শক্তি এবং চীনা প্রযুক্তি ও বিনিয়োগের সমন্বিত ভূমিকার কারণে ইউরোপীয় গাড়ি শিল্পে হাঙ্গেরির অবস্থান দৃঢ় হওয়ার জন্য বিশেষ সুযোগ সরবরাহ করে। তিনি তার দেশে চীনের অধিকতর বিনিয়োগ প্রত্যাশা করেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn