চীনা-থাই ডিজিটাল অর্থনীতির অভিন্ন উন্নয়ন
থাই শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তিমূলক শিক্ষা কমিটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের প্রধান লাজাদা বলেন, প্রশিক্ষণ প্রকল্পটি দু’দেশের শিক্ষার্থীদের অগ্রসর জ্ঞান শেখার চ্যানেল সম্প্রসারণ করেছে এবং অংশগ্রহণকারীদের শিল্প প্রতিষ্ঠার প্রারম্ভিক পর্ব ও পরিচালনার ধরন ইত্যাদি সম্পর্কে সম্যক ধারনা দেয়।
ছিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক লিয়ান ছেন বলেন, ভবিষ্যতে ইনস্টিটিউট ইতিবাচকভাবে ‘চীনা ভাষা+ বৃত্তিমূলক দক্ষতা’ বিশেষ প্রতিভার কার্যকর লালন পথ অন্বেষণ করবে। ইনিস্টিটিউট ধারাবাহিকভাবে চীনা ভাষা শেখা, ই-কর্মাস ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ, কর্মসংস্থান অনুশীলন ও শিল্প প্রতিষ্ঠা ইনকিউবেশন, এই ‘একের মধ্যে চার’, চীন-থাই শিক্ষা সহযোগিতার নতুন রূপ উন্নয়ন করতে থাকবে, যাতে বিআরআইয়ের আওতায় দু’দেশের উচ্চমানের আন্তঃবিভাগীয় প্রতিভা লালন করার জন্য ইতিবাচক শক্তি যোগানো যায়।
থাইল্যান্ডে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফেং চুনিং আশা করেন, চীন-থাই সহযোগিতামূলক ই-কর্মাস প্রশিক্ষণ প্রকল্প থাইল্যান্ডের আরো বেশি কলেজে সুপারিশ ও বাস্তবায়িত হবে। এর মধ্য দিয়ে সমন্বিত উন্নয়ন গভীরতর করার পাশাপাশি মানুষে মানুষে বন্ধন মজবুত হবে এবং সর্বোপরী তা চীন-থাই ডিজিটাল অর্থনীতির অভিন্ন উন্নয়নে সহায়ক হবে।