বাংলা

তা ছিং পাহাড়ের পাদদেশে বৈশিষ্ট্যময় চাষাবাদ

CMGPublished: 2024-04-12 10:00:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের হুহ্যহাওথে শহরের সিন ছেং অঞ্চলের উত্তরে একটির পর এটি কৃষি গ্রাণহাউস সুশৃঙ্খলভাবে বসানো আছে। তা ছিং পাহাড়ী অঞ্চলে বসন্তকালের শুরুতে আবহাওয়া সামান্য ঠান্ডা ছিল। কুও ইয়ান চুং দ্রুত গ্রিনহাউসে পা রাখলেন। সঙ্গে সঙ্গে গরম তাপ তার মুখে আঘাত করল এবং ফুলের সুবাস তার নাকে এসে লাগলো। ভালো করে তাকালে দেখা যায়, দীর্ঘ সারিতে নীরবে বাটারফ্লাই অর্কিডের নতুন ফুল ফুটে আছে।

কুও ইয়ান চুং দশ বছরের বেশি সময় ধরে হুহ্যহাওথে শহরে বাটারফ্লাই অর্কিডের ব্যবসা করে আসছেন। তার চাষ করা বাটারফ্লাই অর্কিড এ ছোট গ্রিণহাউস থেকে হাজার হাজার শহরবাসীর বাড়িতে প্রবেশ করেছে। এমন কি পশ্চিম ও দক্ষিণে ভ্রমণকারী ট্রেন এবং পণ্যবাহী জাহাজগুলোও তা সারা দেশে বিক্রির জন্য নিয়ে যায়।

কুও ইয়ান চুং বলেন, ‘বাটারফ্লাই অর্কিডের ফুলের সময়কাল দীর্ঘ। প্রথম ফুল ফোটা থেকে শেষ ফুল শুকাতে সাড়ে চার মাস সময় লাগে। যখন একটি শাখায় দুটি ফুল ফোটে, তখন এটি কুয়াং তোং এবং হাইনানে রপ্তানি করা যেতে পারে।”

বাটারফ্লাই অর্কিডের গ্রিণহাউসের অদূরে রয়েছে আন্তঃমঙ্গোলিয়ার পাই সিয়ান কৃষি কোম্পানির স্ট্রবেরি গ্রিণহাউস।

প্রযুক্তিবিদ লি মিন স্ট্রবেরির অবস্থা সম্পর্কে জানতে সেখানে আসাযাওয়া করেন।

স্ট্রবেরির অনেক লতা, মাত্র কয়েকটি পাতা ঝুলে থাকে। এ প্রসঙ্গে লি মিন বলেন, ‘এই গত সপ্তাহান্তে অনেক অভিভাবক তাদের বাচ্চাদের নিয়ে স্ট্রবেরি তুলতে এসেছেন। কয়েকদিন পর সে সব লতায় আবার ফল ধরবে। স্ট্রবেরি ধরার জন্য আমরা উপযোগী আদ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করেছি।”

একটি স্ট্রবেরি তুলে লি মিন আমাদের সাংবাদিককে বলেন, ‘ধোয়া দরকার নেই। সরাসরিই খেতে পারেন। এ স্ট্রবেরি খেতে খুব মিষ্টি এবং তাজা।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn