একটি মোবাইল ফোন নিয়ে চীন ভ্রমণ করা আর স্বপ্ন নয়
বন্ধুরা, বিদেশ ভ্রমণ করতে আন্তর্জাতিক অর্থ লেনদেন অথবা বিদেশে কিছু কেনা অনেকের কাছে মাথাব্যথার ব্যাপার। বিভিন্ন দেশের মুদ্রা ভিন্ন, আর পেমেন্ট পদ্ধতিও ভিন্ন। এক্ষেত্রে বিদেশি পর্যটকদের অর্থপ্রদান অথবা পেমেন্ট করায় আরো সুবিধা দিতে চীন অনেক চেষ্টা করেছে। এখন শুধু একটি মোবাইল ফোন দিয়ে চীনে ভ্রমণ করা এবং পেমেন্ট করা অনেক সহজ ব্যাপার।
চীনে বিদেশি পর্যটকরা বলছেন যে, তারা এখন চীনের উন্নত ই-কমার্স পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অর্থপ্রদান করতে আরও সুবিধা বোধ করেন। চীন সম্প্রতি মোবাইল পেমেন্ট অ্যাপে লেনদেন প্রতি উচ্চ অর্থপ্রদানের সীমা-সহ বিদেশিদের আন্তর্জাতিক অর্থ প্রদানের সুবিধার নিয়ে কাজ করেছে এবং বিদেশি ক্রেডিট গ্রহণের সীমা প্রসারিত করেছে।
৭ মার্চ, চীনের রাষ্ট্রীয় পরিষদের কার্যালয় বিদেশি পর্যটকের জন্য উচ্চ-মানের, আরও কার্যকর এবং আরও সুবিধাজনক পেমেন্ট পরিষেবা প্রদানের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে।
এটি বিভিন্ন পরিস্থিতিতে ব্যাংক কার্ড ব্যবহার করে এমন বিদেশিদের চাহিদা মেটাতে ব্যাংক কার্ড পেমেন্টের গ্রহণযোগ্যতার হার বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেয় এবং অ্যাকাউন্ট খোলার পরিষেবা দেওয়া এবং বিভিন্ন পেমেন্ট পরিষেবার প্রচার বাড়ানোর চেষ্টাও তুলে ধরে।
এ মাসের শুরুতে, পিপলস ব্যাংক অফ চায়না- চীনের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়, প্রধান চীনা মোবাইল পেমেন্ট অ্যাপগুলো বিদেশিদের জন্য প্রতি লেনদেনে অর্থপ্রদানের সীমা আগের ১০০০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫০০০ মার্কিন ডলার করেছে এবং বার্ষিক ক্রমবর্ধমান লেনদেনের পরিমাণ এখন ৫০ হাজার মার্কিন ডলার হয়েছে। যা আগে ছিল দশ হাজার মার্কিন ডলার।
জেনিফার, এল সালভাদরের একজন আন্তর্জাতিক ছাত্রী, বেইজিংয়ের একটি সাংস্কৃতিক ও সৃজনশীল দোকানে ১০ হাজার ইউয়ান (প্রায় ১৪০৯ ইউএস ডলার) খরচ করেছেন। তিনি মূলত স্বতন্ত্র চীনা বৈশিষ্ট্যের পণ্য কিনেছেন।