রোববারের আলাপন: ‘চীনের গণস্বাস্থ্য উন্নয়নে কাজ করব’: তিং ইয়া লিন
আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আকাশ এবং তৌহিদ।
বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা আবার চীনের গণশরীরচর্চার দিকে নজর দেবো, কেমন?
বন্ধুরা, হু পেই প্রদেশের ওয়েন ফেং গ্রামে টেনিস মাঠে, তরুণ বা বয়স্ক সব বসয়ের টেনিস-প্রেমিকারা টেনিস মাঠে পরিবার বা বন্ধুদের সাথে টেনিস খেলছেন ও উপভোগ করছেন। ‘খুব আনন্দের ব্যাপার হল, আরও অনেক গ্রামবাসী শরীরচর্চা সরঞ্জাম ব্যবহার করছেন ও উপভোগ করছেন। আরও উচ্চ মানের গণশরীরচর্চা সেবা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি কাজ করে যাব। যাতে করে সবাই সমানভাবে ক্রীড়া সেবা উপভোগ করতে পারে।’ চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য তিং ইয়া লিন এ কথা বলেছেন।
গত বছর, সাম্প্রতিক বছরগুলোর তদন্ত ও গবেষণার পর, তিং ইয়া লিন ‘গ্রামাঞ্চলে গণশরীরচর্চা স্থাপনা ও সরঞ্জাম বিষয়ক নির্মাণকাজ আরও জোরদার করা’ নামক একটি প্রস্তাব উত্থাপন করেছেন। আশা করা যায়, গ্রামীণ পুনরুজ্জীবন বিষয়ক নীতিমালার আলোকে, গ্রামাঞ্চলে ক্রীড়ার মাঠ ও স্থাপনার নির্মাণ ও উন্নতকরণ কাজ আরও এগিয়ে যাবে।
গত বছরের মে মাসে, রাষ্ট্রীয় ক্রীড়া সাধারণ প্রশাসনসহ মোট ১২টি সরকারি বিভাগ ‘ক্রীড়া উন্নয়নের মাধ্যমে গ্রাম পুনরুজ্জীবন আরও এগিয়ে নেওয়া-বিষয়ক দিক-নির্দেশনা’ প্রকাশ করেছে। এতে বলা হয়, শহর ও গ্রামাঞ্চলের গণশরীরচর্চা সেবা সম্পদ ভারসাম্যপূর্ণভাবে এগিয়ে নিতে হবে এবং গ্রামাঞ্চলের গণশরীরচর্চা উপকরণ ও স্থাপনা আরও উন্নত করতে হবে।
বসন্ত উত্সবে, তিং ইয়া লিন ‘বয়স্কদের ক্রীড়া উন্নয়ন’ বিষয়ক প্রস্তাবনা উন্নত করেছেন। তিনি বলেন, বয়স্কদের ক্রীড়া বিষয়ক নীতি ও ব্যবস্থা আরও জোরদার করা উচিত।
ভাই, চীনের গণশরীরচর্চা নিয়ে আপনার ধারণা কি?
তৌহিদ:
চীনের গ্রামাঞ্চলে খেলাধুলা ও বয়স্ক খেলাধুলা নিয়ে আপনি কিছু বলবেন?
বাংলাদেশের গ্রামাঞ্চলে ক্রীড়া ও বয়স্কদের ক্রীড়া কেমন? আমাদের কিছু বলতে পারবেন কি?
তৌহিদ:..