এক ঝলক: চীনে গণতন্ত্র যেভাবে কাজ করে
ওয়াং ইউং চেং অল্প বয়সে একটি দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। ২০২৩ সালে তিনি চীনের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা জাতীয় গণকংগ্রেস-এনপিসির প্রতিনিধি নির্বাচিত হন। এর মাধ্যমে দেশের প্রথম ও একমাত্র দৃষ্টি-প্রতিবন্ধী এনিপিসি প্রতিনিধি হবার গৌরব লাভ করেন ওয়াং।
প্রতিবন্ধীদের প্রতিনিধি হিসাবে, ওয়াং গত বছরের দুটি অধিবেশনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বড় আকারে পাঠ্যপুস্তক প্রকাশের জন্য একটি প্রস্তাব জমা দিয়েছিলেন, যা সংশ্লিষ্ট বিভাগ অত্যন্ত মনোযোগের সাথে অনুসরণ করে।
একই বছরে, এনপিসির সংবিধান ও আইন কমিটি প্রতিবন্ধীদের জন্য বাধামুক্ত পরিবেশ তৈরির খসড়া আইন অধ্যয়ন করার সময় ওয়াংয়ের পরামর্শ শুনেছিল। পরে তা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা ২০২৩ সালের সেপ্টেম্বরে কার্যকর হয়।
এই বছরের দুই অধিবেশনে, তিনি সরকারি কার্যবিবরণীর একটি ব্রেইল সংস্করণ পান। উচ্ছ্বসিত ওয়াং বলেন, “এটিই বাস্তব গণতন্ত্র যা একজন অন্ধ ব্যক্তিও স্পর্শ করতে পারে।”
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একবার বলেছিলেন, “একটি দেশ গণতান্ত্রিক কিনা তা নির্ভর করে তার নাগরিকরা প্রকৃতপক্ষে দেশের মালিক কিনা তার উপর।”
জনকেন্দ্রিক গণতন্ত্র
চীন জুড়ে প্রায় ৩ হাজার এনপিসি প্রতিনিধি রয়েছেন। সব স্তরে গণকংগ্রেসে মোট প্রতিনিধি সংখ্যা আড়াই মিলিয়নেরও বেশি। টাউনশিপ-পর্যায়ের এবং কাউন্টি-স্তরের প্রতিনিধিরা সরাসরি ভোটারদের দ্বারা নির্বাচিত হন, যখন অন্যান্য স্তরের প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ের গণকংগ্রেসের ভোটে নির্বাচিত হন।
চীনে, গণকংগ্রেসের প্রতিনিধিরা বিভিন্ন অঞ্চল ও জাতিগোষ্ঠী ও পেশা থেকে আসেন।
এনপিসি স্থায়ী কমিটির সাধারণ কার্যালয়ের তথ্যানুসারে প্রতিনধিরা, যারা সরাসরি ১ বিলিয়নেরও বেশি ভোটার দ্বারা নির্বাচিত, তারা প্রতিনিধি মোট সংখ্যার প্রায় ৯৫ শতাংশ। আড়াই মিলিয়নেরও বেশি সরাসরি নির্বাচিত প্রতিনিধির মধ্যে কাউন্টি পর্যায়ে ৫২.৫৩ শতাংশ এবং টাউনশিপ পর্যায়ে ৭৬.৭৫ শতাংশ তৃণমূল প্রতিনিধি যেমন শ্রমিক, কৃষক এবং প্রযুক্তিকর্মী।