চীনে বাজার উন্নয়ন করে যাবে জার্মান কিঅন গ্রুপড
“আমরা দীর্ঘমেয়াদে চীনে আমাদের বাজার উন্নয়ন করে যাবো এবং চীনে ব্যবসায়িক সাফল্য অর্জন করে যাবে”। জার্মানির ফ্রাংকফুর্ট-ভিক্তিক বিশ্ববিখ্যাত ফর্কলিফ্ট ট্রাক নির্মাতা এবং সরবরাহ চেইন সমাধান প্রদানকারী কিঅন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রব স্মিথ সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বললেন।
তিনি বলেন, চীনা অর্থনীতির বলিষ্ঠতা ও উত্সাহব্যঞ্জক প্রাণশক্তি চীনের ব্যাপারে গ্রুপটি আস্থা দৃঢ় করেছে। কোম্পানিটি অব্যাহতভাবে চীনে শিকড় প্রোথিত করে, বিরাজমান সুযোগগুলোকে ইতিবাকভাবে কাজে লাগিয়ে, স্থানীয় উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে নতুন শক্তি, ডিজিটাইজেশন ও অটোমেশন ক্ষেত্রে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে চীনা ব্যবহারকারীদের জন্য আরও সমৃদ্ধ ও বহুমুখী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লজিস্টিক সমাধান সরবরাহ করতে থাকবে।
গ্রুপটির অধীনে লিন্ডে ও পাওলিসহ বেশ কয়েকটি ফর্কলিফ্ট ট্রাকের ব্র্যান্ড আছে। গ্রুপটি পাশাপাশি অটোমেশন প্রযুক্তির প্রথম সারির সরবরাহকারী। বহু বছর চীনে বিনিয়োগ ও উন্নয়নের মাধ্যমে কিঅন চীনের অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের গভীরতা ও ব্যাপকতা সম্প্রসারণ করছে। জানা গেছে, বর্তমানে চীনে গ্রুপটির ছয়টি উত্পাদনকেন্দ্র রয়েছে। গবেষণার ফলাফল শুধু স্থানীয় গ্রাহকদের জন্য সেবা প্রদান করে না, বৈশ্বিক বাজারের জন্যও কল্যাণ বয়ে আনে। ফলে বিশ্বের কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ সমর্থন ভূমিকা পালন করে।
স্মিথ জানান, চীনে বাজার উন্নয়নের ৩০ বছরে গ্রুপটি চীনা বাজারের বাড়তে থাকা সক্ষমতা এবং চীনের অর্থনীতির উচ্চমানের উন্নয়ন ও সবুজ রূপান্তরের সাক্ষী। বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ ছাড়া চীনে তাদের সাফল্য অর্জন সম্ভব হতো না। তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে গ্রুপটি চীনের চিনান শহরে নতুন করে দুটো উত্পাদনকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। সেগুলো প্রধানত শিল্প যানবহন ও সরবরাহ চেইন সমাধান প্রদান করে। দুটো উত্পাদনকেন্দ্রই চীনে গ্রুপটির অবস্থান আরও পোক্ত করবে। এটা কেবল চীনে গ্রুপটির ব্যবসা প্রসারের কৌশলের একটি অংশ নয়, বরং চীনে দীর্ঘমেয়াদে সাফল্য অর্জন করার প্রতিফলন।
উপাদান হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে চীনা বাজার গোটা বিশ্বের মধ্যে কিঅন গ্রুপ এবং তার অধীন ব্র্যান্ডগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর অন্যতম। স্মিথ মনে করেন, এই ক্ষেত্রে চীনের সুসম্পূর্ণ শিল্প চেইন আছে এবং খুব বিশাল প্রবৃদ্ধির পরিসর আছে।
তিনি বলেন, অংশীদার হিসেবে চীনের খুচরা যন্ত্রাংশ সরবরাহকারীরা চীনে ও বিশ্বে এ গ্রুপটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব গবেষণায় উদ্ভাবিত দক্ষতা ও উদ্ভাবন সূচক উন্নত হয়। এমন উদ্ভাবনী চীনা অংশীদারদের সঙ্গে সহযোগিতা করা গ্রুপটির বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
ভবিষ্যত সম্পর্কে স্মিথ বলেন, কিঅন চীনে তার উন্নয়নের ব্যাপারে আশাবাদী। বাজারের দিক থেকে হোক অথবা সরবরাহ চেইনের দিক থেকে হোক, চীন কিঅন গ্রুপের গুরুত্বপূর্ণ বেইজ। উত্পাদন সম্প্রসারণ এবং স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে সহযোগিতা বেগবান করার মাধ্যমে ২০২৪ সালে চীনে গ্রুপটির ব্যবসা বাড়তে থাকবে বলে তাদের প্রত্যাশা।
“চীনা বাজার খুবই গুরুত্বপূর্ণ। চীনে ধারাবাহিক উন্নয়ন সারা বিশ্বে কিঅনের ব্যবসার বৃদ্ধিতে সহায়ক হবে। স্মিথ আরও বলেন, কিঅন চীনা শিল্প যানবাহনকে বিদ্যুতায়নের সুযোগকে কাজে লাগিয়ে যথাসাধ্য চেষ্টা চালিয়ে চীনে উন্নয়নের কৌশল গ্রহণ করবে।