চীনে বাজার উন্নয়ন করে যাবে জার্মান কিঅন গ্রুপড
উপাদান হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে চীনা বাজার গোটা বিশ্বের মধ্যে কিঅন গ্রুপ এবং তার অধীন ব্র্যান্ডগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর অন্যতম। স্মিথ মনে করেন, এই ক্ষেত্রে চীনের সুসম্পূর্ণ শিল্প চেইন আছে এবং খুব বিশাল প্রবৃদ্ধির পরিসর আছে।
তিনি বলেন, অংশীদার হিসেবে চীনের খুচরা যন্ত্রাংশ সরবরাহকারীরা চীনে ও বিশ্বে এ গ্রুপটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব গবেষণায় উদ্ভাবিত দক্ষতা ও উদ্ভাবন সূচক উন্নত হয়। এমন উদ্ভাবনী চীনা অংশীদারদের সঙ্গে সহযোগিতা করা গ্রুপটির বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
ভবিষ্যত সম্পর্কে স্মিথ বলেন, কিঅন চীনে তার উন্নয়নের ব্যাপারে আশাবাদী। বাজারের দিক থেকে হোক অথবা সরবরাহ চেইনের দিক থেকে হোক, চীন কিঅন গ্রুপের গুরুত্বপূর্ণ বেইজ। উত্পাদন সম্প্রসারণ এবং স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে সহযোগিতা বেগবান করার মাধ্যমে ২০২৪ সালে চীনে গ্রুপটির ব্যবসা বাড়তে থাকবে বলে তাদের প্রত্যাশা।
“চীনা বাজার খুবই গুরুত্বপূর্ণ। চীনে ধারাবাহিক উন্নয়ন সারা বিশ্বে কিঅনের ব্যবসার বৃদ্ধিতে সহায়ক হবে। স্মিথ আরও বলেন, কিঅন চীনা শিল্প যানবাহনকে বিদ্যুতায়নের সুযোগকে কাজে লাগিয়ে যথাসাধ্য চেষ্টা চালিয়ে চীনে উন্নয়নের কৌশল গ্রহণ করবে।