বাংলা

রোববারের আলাপন: পশ্চিম বেইজিং লণ্ঠন দিবস দীর্ঘ দূরত্বে দৌড় প্রতিযোগিতা আয়োজিত

CMGPublished: 2024-03-10 21:20:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি বলেন, চীনের হারবিনে আগামী বছর এশিয়ান শীতকালীন গেমস আয়োজন করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শীতকালীন ক্রীড়া খাতে হারবিনের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিভিন্ন গেমস আয়োজন চীনের শীতকালীন ক্রীড়া উন্নয়নকে এগিয়ে নেবে। চীন ইতোমধ্যে অনেক বড় সাফল্য পেয়েছে, ‘বরফ ও তুষার ক্রীড়ায় ৩০ কোটি মানুষের অংশগ্রহণের’ লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হয়েছে। চীনের শীতকালীন ক্রীড়ার উন্নয়ন ও জিডিপি-তে তার অবদান অনেক আশাব্যঞ্জক।

এ বছরের গ্রীষ্মকালে প্যারিস অলিম্পিক গেমস আয়োজন করা হবে। তখন সিএমজি প্রায় দুই হাজারের বেশি লোকের গণমাধ্যম দল পাঠাবে। এ সম্পর্কে থমাস বাখ বলেন, ‘আগে সিএমজি উচ্চমানের মানদণ্ড প্রতিষ্ঠা করেছিল। আমরা বিশ্বাস করি, এবারের প্যারিস অলিম্পিক গেমসেও সিএমজি সেই মান ধরে রাখবে।’

‘বরফ ও তুষার ক্রীড়ায় ৩০ কোটি মানুষের অংশগ্রহণের’ লক্ষ্যমাত্রা সম্পর্কে আপনার ধারণা কি ভাই?

আপনি চীনের উত্তরাঞ্চলে অবস্থিত বেইজিংয়ে বসবাস করছেন। শীতকালীন ক্রীড়ার প্রতি আপনার কেমন লেগেছে? আপনি আপনার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারবেন কি?

যদি আমাদের বাংলাদেশি বন্ধু শীতকালীন সময়ে চীনে এসে বরফ ও তুষার ক্রীড়ায় উপভোগ করতে চান, তাদের প্রতি আপনি কি কি পরামর্শ দিতে চান?

তৌহিদ:..

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn