বাংলা

নিজস্ব উত্পাদিত বড় ক্রুজ জাহাজে ভ্রমণ

CMGPublished: 2024-03-08 20:08:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, ক্রুজ জাহাজকে সমুদ্রের ভ্রাম্যমাণ শহর হিসেবে আখ্যায়িত করা হয়। ক্রুজ শিপে ভ্রমণ করা অনেকের স্বপ্ন। আর যদি নিজ দেশের তৈরি বিশাল ক্রুজ শিপে ভ্রমণ করা যায়, তাহলে তো কথাই নেই! এখন ক্রুজ শিপে পর্যটন চীনে দারুণ জনপ্রিয়তা অর্জন করছে। কারণ, দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য অনুঘটক হিসাবে নতুন সেক্টরের বিকাশকে প্রাধান্য দেওয়া এবং নীতিগত অগ্রাধিকার দেওয়া হয়েছে। চলুন, আজকে আপনাদের নিয়ে চীনের নিজস্ব তৈরি প্রথম বিশাল আকারের ক্রুজ শিপ–আদোরা ম্যাজিক সিটিতে উঠে দেখি।

গেল বসন্ত উৎসবের ছুটির সময় ক্রুজ অবকাশ ব্যাপক জনপ্রিয়তা পায়। আদোরা ম্যাজিক সিটি, চীনের প্রথম স্বদেশি বড় ক্রুজ জাহাজ, ক্রুজ তৈরি ও পর্যটন- দেশের ক্রমবর্ধমান দক্ষতার প্রতীক।

চীনের জাতীয় জাহাজ নির্মাণ কোম্পানির ক্রুজ উন্নয়ন কোম্পানির চেয়ারম্যান ইয়াং কুও বিং বলেন: "নববর্ষের দিন প্রথম সমুদ্রযাত্রা থেকে এই পর্যন্ত প্রায় ৪৫ হাজার পর্যটককে স্বাগত জানানো হয়েছে। এটি খুব জনপ্রিয়। বিশেষ করে, বসন্ত উৎসবের সময় ভ্রমণের জন্য, জাহাজটি মোট ৪৬০০ যাত্রী এবং ১৩০০জন ক্রু বহন করেছিল"।

২০০৬ সালে শাংহাই থেকে প্রথম ক্রুজ জাহাজ--ইতালির কোস্টা অ্যালেগ্রার মাধ্যমে ক্রুজ পর্যটন চীনের উদীয়মান কর্মদক্ষতা প্রমাণ করেছে। ক্রুজগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশের উচ্চ-মানের উন্নয়ন এবং মান-সম্মত উন্নত পর্যটনের জন্য মানুষের সাধনার প্রতীক।

শাংহাই আন্তর্জাতিক ক্রুজ বিজনেস ইনস্টিটিউটের পরিচালক মিস্টার ওয়াং হুং বলেন, "চীনের ক্রুজ শিল্প ক্রমেই উন্নত হচ্ছে, ৬০ হাজার টন থেকে ৭০ হাজার টনের মাঝারি আকারের ক্রুজ জাহাজ থেকে বিশাল আকারের ক্রুজ জাহাজ পর্যন্ত। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত, চীন দ্রুত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ত্রুজ জাহাজের স্থান হিসাবে আবির্ভূত হয়েছে"।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn