বাংলা

জননৈতিকতার পয়েন্টের মধ্য দিয়ে গ্রামীণ প্রশাসন

CMGPublished: 2024-03-08 17:08:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“জননৈতিকতার পয়েন্ট ব্যবহার করলে ব্যাংকে ঋণ আবেদন করতে পারি। যার ফলে আমাদের চাষাবাদ উন্নয়নে আর্থিক চাপ অনেক কমে যায়।” কথাটি বলেছিলেন চীনের চিয়াং সিন প্রদেশের উ নিং জেলার কুয়ান লিয়ান উপজেলার তোং শান গ্রামের কৃষক বি ইয়ান ই। তিনি ২০ হেক্টর আয়তন জমিতে কমলা ও রেড বেবেরি? চাষ করেন। গত বছর এ থেকে আয় হয়েছে ৩ লাখ ইউয়ানের বেশি। কমলা ও রেড বেবেরির ভালো বাজার হয়েছে এবং চাষের প্রযুক্তি দিন দিন উন্নত হওয়ার ফলে চলতি বছরে তিনি চাষের আয়তন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি বলেন, কৃষকের কাছে বন্ধক রাখার জন্য অনেক সম্পত্তি নেই, এবং ঋণ পাওয়া কঠিন। অতীতে, আমরা প্রায়ই নগদ তহবিল অসুবিধা নিয়ে চিন্তিত ছিলাম। "

বর্তমানে দৈনন্দিন জীবনে সাশ্রয়ী ‘জননৈতিকতার পয়েন্টের কারণে বি ইয়ান ই’র অর্থের সমস্যা সমাধান হয়েছে। তোং শান গ্রাম কমিটির উপপরিচালক ওয়েই মিং ওয়েই সংবাদিক জানান, গ্রামীণ সভ্যতা এবং সামাজিক শাসনের উন্নতির জন্য তোং শান গ্রাম একটি "জননৈতিকতার ব্যাংক" এর পরিষদ প্রতিষ্ঠা করেছে। ‘এককালীন ক্রেডিট, বার্ষিক মূল্যায়ন, গতিশীল সমন্বয়’র ভিত্তিতে সকল গ্রামবাসীদের পর্যালোচনা করা হয়। ভালো কাজ করা, সভ্য আচরণ করা হলে পয়েন্ট দেওয়া হয় এবং আইন ও প্রবিধান লঙ্ঘন, অনৈতিকতা, অসততার কর্মকাণ্ডের কারণে পয়েন্ট কমবে। গ্রামবাসীরা সে পয়ন্টগুলোর মাধ্যমে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারেন।

বি ইয়ান ই বলেন, “এখন গ্রামবাসীরা সভ্যতার অনুশীলনে অংশগ্রহণ করতে খুব আগ্রহী। আমার আকাউন্টে এখন রয়েছে ৯০ পয়েন্ট। যার কারণে ২ লাখ ইউয়ানের বেশি ঋণ নেওয়া যায়।”

চীনের কৃষি ব্যাংকের উ নিং জেলা শাখার গভর্নর লু ছিং লিন জানিয়েছেন, জননৈতিকতার পয়ন্ট ও ব্যক্তিগত ক্রেডিট অনুযায়ী তাদের ১ থেকে ৩ লাখ ইউয়ানের মতো ঋণ দেওয়া হয়, যাতে তাদের চাষাবাদের উন্নয়নের পথে আর্থিক সমস্যা সমাধান করা যায়। এ পর্যন্ত চীনের কৃষি ব্যাংকের উ নিং জেলার শাখা পুরো জেলায় ২ হাজার ১৪০টি পরিবারকে ২৭ কোটি ৮০ লাখ ইউয়ান ঋণ দিয়েছে। স্বশাসনের আগ্রহ জাগাতে উ নিং জেলা গ্রামাঞ্চলে ‘জননৈতিকতার সুপারমার্কেট’ প্রতিষ্ঠা করে। স্থানীয় সরকার পরিবার ইউনিটে গ্রামবাসীদের জন্য আকাউন্ট খুলে। গ্রামবাসী প্রতি প্রান্তিকে আকাউন্টের পয়েন্ট দিয়ে সে সুপারমার্কেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn