নিজের চাওয়া জীবন কাটাতে পারছি: ইয়াং ওয়েই
সিয়োং আন অঞ্চলের মূল অঞ্চল রুং ছেং জেলা। রুং ছেং জেলার আও ওয়েই ভবনের তিন তলায় রয়েছে ইয়াং ওয়েইর অফিস। এখান থেকে শুরু হলো তাঁর সিয়োং আন স্বপ্ন। আও ওয়েই ভবন একসময় একটি হোটেল ছিল। পরে সিয়োং আন অঞ্চল গঠনের জন্য অফিস ভবনে পরিণত হয়। সে সময় এখানকার পথঘাট ও সবকিছু দেখতে ছোট জেলার মতো ছিলো । ইয়াং ওয়েই ও তার সহকর্মীরা রাতে হোটেলে উঠেন। মাঝেমধ্যেই হোটেলের রুম পর্যাপ্ত নয়। তারা দু’জন একটি বিছানায় ঘুমান।
ইয়াং ওয়েই’র স্ত্রী অভিযোগ করেছিলেন যে, স্বামী ও স্ত্রী আবার ‘দু’শহরে বাস করতে হবে।’ তবে ইয়াং ওয়েই ভাবছিলেন যে, সিয়োং আন অঞ্চলের উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি একটি খালি কাগজে বণাঢ্য জীবনের চিত্র আকঁতে চান।
২০১৭ সালে ইয়াং ওয়েই সবেমাত্র সিয়োং আন গ্রুপের বিনিয়োগ ও অর্থায়ন বিভাগের উধ্বর্তন ব্যবস্থাপক হয়েছেন। তার সামনে একটি পরীক্ষা রয়েছে। সেসময় গ্রুপটি অর্থায়নে অগ্রসর ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করতে চায়। এ কাজে কোনো উপযোগী প্রার্থী ছিল না। ইয়াং ওয়েই এ সুযোগ দেখে ইতিবাচকভাবে এ কাজের দায়িত্ব গ্রহণের জন্য আবেদন করেন। এরপর থেকে তিনি প্রতিদিন প্রায়ই গভীর রাত পর্যন্ত ব্লকচেইন প্রযুক্তি বই পড়েন এবং এ নিয়ে উন্নয়ন দলের সঙ্গে আলোচনা করেন। ধীরে ধীরে তিনি ব্লকচেইন প্রযুক্তির তত্ত্ব জানার পাশাপাশি নিজেই কোডিং করতে পারেন। একজন অর্থায়ন ও ব্লকচেইন প্রযুক্তি ও কোডিং দক্ষ মানুষ হয়ে ওঠেন ইয়াং ওয়েই।
২০১৮ সালের আগস্ট মাসে ইয়াং ওয়ে’র নেতৃত্বেব্লকচেইন ফান্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম অনলাইন হয়। এ প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থায়ন, অর্থ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করা এবং বেতন দেওয়াসহ নানা কাজের স্বচ্ছ প্রশাসন সম্ভব হয়। তখনো তাঁর সিয়োং আন আসার এক বছর হয়নি।
ব্লকচেইন ফান্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের কারণে অর্থ প্রশাসনের নিরাপত্তা, মানদন্ড উন্নীত হয়, যা সিয়োং আন’র গুণগত মানসম্পন্ন উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।