বাংলা

নামিবিয়ায় আছে স্থিতিশীল বিদ্যুৎ

CMGPublished: 2024-03-04 10:02:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কুনেনে-ওমাটানডু ট্রান্সফর্মার সাবস্টেশন নির্মাণের মাধ্যমে নামিবিয়ায় এখন আরও স্থিতিশীল বিদ্যুৎ আছে। সাবস্টেশনের কর্মী এলিয়া শেতুনয়েঙ্গা জানান এ কথা। তিনি আরও বলেন, আগে তার গ্রামে ভোল্টেজ ওঠানামা করতো বলে অনেক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা যেত না। এখন সমস্যাটির সমাধান হয়েছে।

কুনেনে-ওমাটানডু ট্রান্সফর্মার সাবস্টেশনটি নির্মাণ করছে সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড। এই প্রকল্পের অধীনে নতুন করে কুনেনে ৪শ’ কিলোভোল্ট সাবস্টেশন নির্মাণ এবং বিদ্যমান ওমাটানডু ৪শ’ কিলোভোল্ট সাবস্টেশন আপগ্রেড করা হবে। প্রকল্পটি ২০২১ সালের জুনে শুরু হয় এবং ২০২৩ সালের অক্টোবরে চালু হয়।

চালু হওয়ার পর স্টেশনটি পরিণত হয় উত্তর নামিবিয়ার বিদ্যুৎ ব্যবস্থার মেরুদণ্ডে। এতে করে দেশটির বিদ্যুৎ সরবরাহ দক্ষতা ও স্থিতিশীলতারও ব্যাপক উন্নতি হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের প্রায় আড়াই লাখ বর্গকিলোমিটারের ১০ লাখ মানুষের দৈনন্দিন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হচ্ছে এতে।

সাবস্টেশন প্রকল্পটি নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া ও জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের বিদ্যুৎ নেটওয়ার্ক আন্তঃযোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবেও কাজ করছে। বিদ্যুৎ সরবরাহ চাহিদার সমন্বয়, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা বাড়ানোর পেছনেও ভূমিকা রাখছে এটি।

প্রকল্পটি আঞ্চলিক একীকরণ ও সার্বিক বিদ্যুতায়নের লক্ষ্য বাস্তবায়ন করার মাধ্যমে নামিবিয়ার ২০৩০ ভিশন অর্জনে সহায়ক হবে। পাশাপাশি প্রতিবেশী অ্যাঙ্গোলার দক্ষিণাঞ্চলীয় নগরে বিদ্যুৎ সরবরাহ বাস্তবায়ন করে, দু’দেশের বিদ্যুত বাজারে বাণিজ্যিক সহযোগিতার দ্বারও খুলবে। ‘অ্যাঙ্গোলা—নামিবিয়া আন্তঃসংযোগ ট্রান্সমিশন লাইন পরিকল্পনা’র গুরুত্বপূর্ণ অংশে পরিণত হবে এ প্রকল্প।

প্রকল্পটি ছিল নামিবিয়ার প্রকৌশলীদের জন্য কাজ শেখার ভালো সুযোগ। স্থানীয় ৩শ’র বেশি মানুষের কর্মসংস্থান করার পাশাপাশি অনেক দক্ষ কর্মীও গড়ে তুলেছে এটি।

প্রেমা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn