বাংলা

নববর্ষ উদযাপনে নতুনধারার জন্ম দিয়েছে পর্যটন

CMGPublished: 2024-02-26 10:51:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পর্যটন সম্পদ হোক অথবা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পর্যটন-অনুষ্ঠান হোক - সবই শহরবাসী ও পর্যটকদের পর্যটন পণ্যভোগ উদ্দীপিত করে। অন্য সরকারি ছুটি এবং ঐচ্ছিক ছুটির সময়ে মানুষ চাহিদামতো ভ্রমণ করতে পারে না। তাই অনেক মানুষ বসন্ত উত্সবের ছুটিকে কাজে লাগিয়ে ভ্রমণ করতে যান। পাশাপাশি আরও বেশি তরুণ-তরুণী ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন পদ্ধতির বাইরে গিয়ে নিজে ও পরিবারের সদস্যদের নিয়ে বসন্ত উত্সব ‍উদযাপন করেন এবং এ ছুটির নতুন তাত্পর্য সৃষ্টি করেন। পর্যটনের মাধ্যমে নববর্ষ পালন করা নতুন একটি কার্যক্রমে পরিণত হচ্ছে।

সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখে গেছে, চলতি বছরে বসন্ত-‌উত্সব পর্যটন ২০২৩ সালের একই সময় বা ২০১৯ সালের একই সময়ের তুলনায় আরও প্রসারিত হয়েছে। পর্যটন কার্যক্রম যোগানোর ফলে ঐতিহ্যবাহী বসন্ত উত্সবে নতুন তাত্পর্য যুক্ত হয়েছে। জনগণ আনন্দদায়ক পারিবারিক পুনর্মিলন উপভোগ করার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পর্যটন অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন। আসলে নববর্ষ উদযাপন ঐতিহ্যবাহী খাদ্য ও চিত্তবিনোদন থেকে আরও সমৃদ্ধ ও উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক পর্যটন অভিজ্ঞতা পর্যন্ত প্রসারিত হচ্ছে।

এক কথায়, অফ-পিক পর্যটন মৌসুম বসন্ত উত্সবের ছুটিতে অত্যন্ত সন্তোষজনক পর্যটন গোটা ২০২৪ সালের পর্যটন বাজারের জন্য একটি ভালো সূচনা। পর্যটন পরিষেবা ও তত্ত্বাবধান সুসম্পূর্ণ হবার পাশাপাশি পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত হচ্ছে এখন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn