তা পিয়ে পাহাড়ে কুমড়ার চাষে গ্রামীণ পুনরুজ্জীবিত হয়েছে
শুয়াং হোং গ্রামের অধিবাসীরা কখনো ভাবেননি যে, ছোট কুমড়ার কারণে সমৃদ্ধি লাভের নতুন পথ খুঁজে পাওয়া গেলো। এ কুমড়া সোনার মতো মূল্যবান হয়েছে। গ্রামের শিল্পের সমবায়ের নেতৃত্বে ছোট কুমড়ার চারা তৈরির পরিমাণ দ্রুতভাবে বেড়ে যায়। ২০২৩ সালে শুয়াং হোং গ্রামে ৮০টিও বেশি ছোট কুমড়ার চারা লালিত হয়। কেন্দ্রে গ্রামবাসীদের কর্মসংস্থান হয়েছে। নিজের বাড়ীর কাছে একটি স্থিতিশীল কাজ পেয়ে সবাই খুব আনন্দিত।
গ্রামবাসী জেং চিয়াং পিং হাসিমুখে বলেন, ‘আগে যখন চাষবাসের কাজ নেই, তখন কোনো উপার্জনও নেই। এখন বাড়ীর কাছে কাজ করতে পারছি এবং উপার্জন বেড়েছে। এ ছোট কুমড়া চাষে এক বছরে আমাদের ২০-৩০ হাজার ইউয়ান উপার্জন করতে পারছি। জীবন খুব আরামদায়ক হয়েছে।
সিয়ান বি তা কোম্পানি চালু হওয়ার পর গ্রামে পতিত জমি পুনঃব্যবহার ও শিল্পের উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সমস্যারও সমাধান করা হয়েছে। ২০২৩ সালে সিয়ান বি তা কোম্পানির উত্পাদনের মূল্য ৬ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা থেকে গ্রামটি ২ লাখ ইউয়ান আয় করেছে।
চলতি বছরের বসন্ত উত্সবের আগে শুয়াং হোং গ্রামে সিয়ান বি তা প্রক্রিয়াজাত কেন্দ্র দ্বিতীয় পর্যায়ের প্রকল্প শুরু হয়। এ কেন্দ্রের আকার বাড়াতে ১২ লাখ ইউয়ান বিনিয়োগ করেছে শুয়াং হোং গ্রাম। যার ফলে কোল্ড চেইন গুদামজাতকরণ, প্যাকেজিং এবং অন্যান্য কর্মশালার ক্ষমতা আরও বাড়বে।
কাও সিং পিং জানিয়েছেন, দ্বিতীয় প্রকল্প চালু হওয়ার পর ইয়াও লি উপজেলার আশেপাশে ৫ হাজারটিও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
কাও সিং পিং বলেন, “নতুন বছরে আমরা শুধু ছোট কুমড়া চাষেরই প্রস্তুত করছি তা নয়, বরং পুরো উপজেলার আরও বেশি কৃষকের জন্য ছোট কুমড়া, মরিচ ও মটরসহ ভালো মানের চারা সরবরাহ করি। এই ছোট কুমড়াকে আরও সদূর ও বিশাল আন্তর্জাতিক বাজারে প্রচার করতে চাই আমরা। এতে সবার দিনগুলো আরও সুন্দর হবে।”