কাদা মাটি থেকে উঠে আসা গ্রামীণ মেয়েদের চ্যাম্পিয়নশিপ জয়
চীনের হ্য নান প্রদেশের লুও ইয়াং শহরের মেং চিন অঞ্চলের পিং ল্য উপজেলায় অবস্থিত চাং পান প্রাথমিক স্কুল। এ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২শ। গ্রামটি বেশ ছোট, তাই স্কুলটিও ছোট। তবে এখানে থেকে বেশ কয়েকটি নারী ফুটবল দলের জন্ম হয়েছে। গত ৬ বছরে স্কুলের নারী ফুটবল দল ১৫টিরও বেশি জেলা পর্যায়ের চ্যাম্পিয়নশিপ জিতেছে।
গ্রামের শিশুদের নিয়ে গঠিত ফুটবল দলগুলো। নিজেদের তৈরি সরঞ্জামের ওপর নির্ভর করে বলিষ্ঠতার সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পর তারা নিজেদের ফুটবলের স্বপ্ন বাস্তবায়ন করছে। চারটি দলের সদস্যদের মধ্যে ৫জন দেশের প্রথম শ্রেণির খেলোয়াড়ের সার্টিফিকেট এবং ৭জন দেশের দ্বিতীয় শ্রেণির খেলোয়াড়ের সার্টিফিকেট লাভ করেছে। এর মধ্যে একজন চীনের ফুটবল সমিতির অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে অংশ নিতে পারছে। আজকের অনুষ্ঠানে আমরা তাদের গল্প শুনবো।
এই শীত মৌসুমে লুও ইয়াংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। চাং পান প্রাথমিক স্কুলের ১০জন নারী ফুটবল সদস্য চরম শীতে প্রশিক্ষণ নিতে শুরু করেছে। গত বছরের আগস্টে তারা মেং চিন অঞ্চলের পক্ষ থেকে লুও ইয়াং শহরের তরুণ ফুটবল ম্যাচের জেলা পর্যায়ের ম্যাচে অংশ নেয় এবং চ্যাম্পিয়নশিপ লাভ করে। এর মধ্য দিয়ে তারা এ ম্যাচের ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে।
ম্যাচের জন্য প্রস্তুতি নিতে তারা প্রতিদিন বিকেলে দেড় ঘন্টা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সপ্তাহান্তে শক্তি ও সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ নেন। স্কুলের প্রধান সোং হাই বো মনে করেন, তাদের প্রশিক্ষণ আরও জোরদার করতে হবে।
রাতের পর্দা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমে গেছে। স্কুলের বাতিগুলোতে ফুটবল মাঠ উজ্জ্বল দেখাচ্ছে। শিশুরা তাদের বলিষ্ঠ প্রশিক্ষণ থামায়নি। তারা কঠোর প্রশিক্ষণ নিয়ে চলেছে।