বাংলা

স্থানীয় ট্রেনে বসন্ত উত্সব পণ্যের দোকান

CMGPublished: 2024-01-31 09:56:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অন্যদিকে ৩৪ বছর বয়সি পান সিয়াও তার বন্ধুর সঙ্গে ফ্রি-রেঞ্জ মুরগি অর্থাৎ উন্মুক্ত জায়গায় পালা মুরগি ও ডিম বিক্রি করছেন। তারা মূলত ট্রেনে চড়ে খাইলি শহরে গিয়ে মুরগি ও ডিম বিক্রি করেন। তবে যাবার পথেই তাদের বেচা-বিক্রি শুরু হয়ে যায়। তারা প্রতিদিন ১০০টি মুরগি নিয়ে বাজারে যান এবং কয়েক ঘন্টার মধ্যে সবগুলো বিক্রি হয়ে যায়। এ বছর তারা ৪০ হাজারের বেশি মুরগি পালছেন এবং তাদের বিক্রির পরিমাণ ৮ লাখ ইউয়ানে পৌঁছতে পারে।

ট্রেনের প্রধান হু কুই চুয়ানকে ট্রেন দোকানের মালিক বলে ডাকেন স্থানীয়রা। তিনি এ ট্রেনে ২৮ বছরের মতো কাজ করছেন। তিনি ট্রেনের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি বিনা খরচায় কৃষকদেরকে পণ্য বিক্রিতে সাহায্য করেন।

তিনি বলেন, “আমরা মন দিয়ে এ ট্রেনটি সাজিয়েছি এবং আশা করি আরও বেশি মানুষ গ্রামীণ পুরুজ্জীবনের এ ট্রেনে যোগ দেবেন।”

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn