বাংলা

চীনের অর্থনৈতিক শক্তি গতি পাচ্ছে

CMGPublished: 2024-01-29 10:12:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন-আঙ্কটাডের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ লিয়াং কুওইয়ং বলেন, চীনের অর্থনীতির আকার বিশাল - বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এক-তৃতীয়াংশ অবদান রাখে দেশটি। তিনি মনে করেন, এমন আকারের অর্থনীতিতে উচ্চমানের উন্মুক্তকরণ বেগবান করলে, তা আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক উন্নয়ন এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে।

সম্প্রতি প্রকাশিত ‘২০২৪ সালে বিশ্ব সংকট প্রতিবেদন’-এ বলা হয়, আগামী কয়েক বছর অর্থনীতির অনিশ্চয়তা অব্যাহত থাকবে এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত বৈষম্য বাড়তে থাকবে।

ম্যাককিনসে চীনের চেয়ারম্যান জোসেফ নাই সম্প্রতি বলেন, ২০২৪ সালে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকবে, তবে চীনের অর্থনীতিতে সুস্থ ধারা বজায় থাকবে।

তিনি মনে করেন, গত দুবছরে চীনের অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলোর বলিষ্ঠতা সুস্পষ্টভাবে বেড়েছে। চীনা অর্থনীতির আকার বিবেচনা করে, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্যান্য অর্থনৈতিক গোষ্ঠীর গড় প্রবৃদ্ধিকে ‘ছাড়িয়ে গেছে’।

চীন নির্মাণখাত এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে অর্থনীতি চাঙ্গা করার বেশ কয়েকটি ব্যবস্থা ভুমিকা পালন করতে এবং কার্যকারিতা দেখাতে শুরু করছে। জোসেফ আরও বলেন, চীনের শক্তিশালী সৃজনশীল দক্ষতা এবং পরিশ্রম ও উচ্চমানের শ্রমিক আছে। দেশটির অর্থনীতি দীর্ঘমেয়াদে সুস্থ উন্নয়নের সম্ভাবনায় ভরপুর।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn