রোববারের আলাপন: ‘সিও নিয়ান দিবস’ থেকে শুরু হয় বসন্ত উত্সবের মূল প্রস্তুতি
আকাশ: সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং আমি তৌহিদ।
আকাশ: ভাই, আমাদের সামনে আরেকটি বসন্ত উতসবের ধারাবাহিক উতসব আছে, তার নাম হচ্ছে ‘সিও নিয়ান’।
তৌহিদ: সিও নিয়ান?
আকাশ: হ্যাঁ। আপনি তো জানেন যে, বসন্ত উতসব চীনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। তা আসলে কয়েকটি ধারাবাহিক উতসবের সমন্বিত রূপ। আগে আমরা আমাদের বন্ধুদের ‘লা পা’ দিবস সম্পর্কে বলেছি। আজকে আমরা ‘সিও নিয়ান’দিবস সম্পর্কে কিছু কথা বলব, কেমন?
প্রিয় বন্ধুরা, সিও নিয়ান দিবস থেকে বসন্ত উত্সবের মূল প্রস্তুতি শুরু করা হয়। এ দিন থেকে জনগণ কেনাকাটা, ঘর পরিষ্কার ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শুরু করেন। পাশাপাশি এ দিবসটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিনে পালন করা হয়। চীনের উত্তরাঞ্চলে এ দিবসটি পালিত হয় চীনের চন্দ্রপঞ্জিকার হিসেবে ডিসেম্বরের ২৩ তারিখ। আর দক্ষিণাঞ্চলে পালিত হয় ২৪ ডিসেম্বর, অর্থাৎ তার পরের দিন ।
তৌহিদ: আচ্ছা। ভাই, তাহলে সিও নিয়ানতে চাইনিজরা কী কী করেন? এ ব্যাপারে কী রীতিনীতি রয়েছে?
আকাশ: ভাই, আসলে বিভিন্ন অঞ্চলের রীতিনীতিও ভিন্ন। আমি আমার জন্মস্থানে বা আমার পরিবারের সিও নিয়ানের রীতিনীতি নিয়ে বন্ধুদেরকে বলব, কেমন?
প্রিয় বন্ধুরা, আমার জন্মস্থান চীনের উত্তরাঞ্চলে হ্য পেই প্রদেশে অবস্থিত। সিও নিয়ান দিবসে আমার ছোটবেলায় আমার বাবা-মা দাদা-দাদির বাসা পরিস্কার করতেন।
তৌহিদ: ঘর পরিস্কার করতেন, তাইনা?
আকাশ: হ্যাঁ। এ বিশেষ দিনে খুব ভালভাবে বাসা পরিস্কার করা হয়। ভাই, বাংলাদেশে কোন দিন বা দিবসটিতে ঘর-বাড়ি পরিস্কার করা হয়? এ ধরনের রীতিনীতি কী আছে?
তৌহিদ:...
আকাশ: অনেক মজার। ভাই, আমি আগে বলেছি, বিভিন্ন অঞ্চলে সিও নিয়ান দিবসের বিভিন্ন রীতিনীতি আছে। যেমন: কিছু অঞ্চলে মিষ্টি খাওয়া হয়, আবার কিছু অঞ্চলে গোসল করা এবং চুল কাটানো এ উতসবের অংশ।
তৌহিদ: অনেক মজার!...
সংগীত
বন্ধুরা, চীনে ১৪তম জাতীয় শীতকালীন গেমস শুরু হতে যাচ্ছে। এ গেমসকে সামনে রেখে, গোটা চীনজুড়ে নানান শীতকালীন খেলাধুলা ও পর্যটন কার্যক্রম চলছে।
চীনের ইনার মঙ্গোলিয়ার হোহট শহরে, ‘দশম জাতীয় গণ বরফ ও তুষার মৌসুম’ শীর্ষক ধারাবাহিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখানে স্নোল্যান্ড ফুটবলসহ নানান কার্যক্রম পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। এ সব কার্যক্রম একটানা ৩ মাস স্থায়ী হবে।
ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর শহরে নাদাম মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা বৈশিষ্ট্যময় সংগীতসহ নানান কার্যক্রম উপভোগ করতে পারছেন।
এদিকে, সম্প্রতি বেইজিংয়ে একাধিক পার্কে ‘বরফ ও তুষার কার্নিভাল’-এর আয়োজন করা হয়। থাও রান থিং পার্কে, বেইজিংয়ের বৃহত্তম ‘বরফ স্লাইড’ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া পার্কে ‘তুষার বাঙ্গি জাম্প’-এর আয়োজনও করা হয়েছে।
পার্কের কতৃপক্ষ সবার সুবিধার্থে বিনামূল্যে গরম পানীয় জল বিতরণের ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া, পার্কে শিশুযত্নকেন্দ্রও স্থাপন করা হয়েছে।
আকাশ: ভাই, আসলে শীতকালীন ক্রিড়া বা শরীরচর্চায় বিশেষ আনন্দ রয়েছে। আপনি চীনে যা দেখেছেন এবং আপনার নিজের অভিজ্ঞতা আমাদের ভাইবনদের সাথে ভাগাভাগি করতে পারবেন কি?
তোহিদ:...