বাংলা

রোববারের আলাপন: ‘সিও নিয়ান দিবস’ থেকে শুরু হয় বসন্ত উত্সবের মূল প্রস্তুতি

CMGPublished: 2024-01-28 20:18:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তৌহিদ:...

আকাশ: অনেক মজার। ভাই, আমি আগে বলেছি, বিভিন্ন অঞ্চলে সিও নিয়ান দিবসের বিভিন্ন রীতিনীতি আছে। যেমন: কিছু অঞ্চলে মিষ্টি খাওয়া হয়, আবার কিছু অঞ্চলে গোসল করা এবং চুল কাটানো এ উতসবের অংশ।

তৌহিদ: অনেক মজার!...

সংগীত

বন্ধুরা, চীনে ১৪তম জাতীয় শীতকালীন গেমস শুরু হতে যাচ্ছে। এ গেমসকে সামনে রেখে, গোটা চীনজুড়ে নানান শীতকালীন খেলাধুলা ও পর্যটন কার্যক্রম চলছে।

চীনের ইনার মঙ্গোলিয়ার হোহট শহরে, ‘দশম জাতীয় গণ বরফ ও তুষার মৌসুম’ শীর্ষক ধারাবাহিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখানে স্নোল্যান্ড ফুটবলসহ নানান কার্যক্রম পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। এ সব কার্যক্রম একটানা ৩ মাস স্থায়ী হবে।

ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর শহরে নাদাম মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা বৈশিষ্ট্যময় সংগীতসহ নানান কার্যক্রম উপভোগ করতে পারছেন।

এদিকে, সম্প্রতি বেইজিংয়ে একাধিক পার্কে ‘বরফ ও তুষার কার্নিভাল’-এর আয়োজন করা হয়। থাও রান থিং পার্কে, বেইজিংয়ের বৃহত্তম ‘বরফ স্লাইড’ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া পার্কে ‘তুষার বাঙ্গি জাম্প’-এর আয়োজনও করা হয়েছে।

পার্কের কতৃপক্ষ সবার সুবিধার্থে বিনামূল্যে গরম পানীয় জল বিতরণের ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া, পার্কে শিশুযত্নকেন্দ্রও স্থাপন করা হয়েছে।

আকাশ: ভাই, আসলে শীতকালীন ক্রিড়া বা শরীরচর্চায় বিশেষ আনন্দ রয়েছে। আপনি চীনে যা দেখেছেন এবং আপনার নিজের অভিজ্ঞতা আমাদের ভাইবনদের সাথে ভাগাভাগি করতে পারবেন কি?

তোহিদ:...

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn