বিদেশিদের চীনে আগমনে সুবিধার জন্য নতুন ব্যবস্থা কার্যকর
চীনে বিদেশিদের একাধিক প্রবেশ ও প্রস্থান প্রয়োজন হলে পুনরায় প্রবেশের জন্য ভিসার আবেদন করতে পারবেন। যুক্তিসংগত কারণে একাধিক প্রবেশ ও প্রস্থান প্রয়োজন হলে তারা আমন্ত্রণ দলিলের মতো সংশ্লিষ্ট প্রমাণ দিয়ে জননিরাপত্তা বিভাগের প্রবেশ ও প্রস্থান প্রশাসনের নিকটবর্তী কার্যালয়ে মাল্টিপল এন্ট্রির ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন।
নতুন ব্যবস্থার আওতায়, চীনে বিদেশিদের জন্য ভিসা আবেদনও সহজতর করা হয়েছে। বিদেশিরা ভিসার আবেদন করার সময় তথ্য ভাগাভাগির মাধ্যমে নিজের বাসস্থানের নিবন্ধন রেকর্ড ও ব্যবসায়িক লাইসেন্সসহ বিভিন্ন তথ্য চেক করার সুযোগ দিলে, প্রাসঙ্গিক কাগজপত্রের পরীক্ষা-নিরীক্ষা থেকে অব্যাহতি পেতে পারেন। স্বল্পমেয়াদী পারিবারিক পুনর্মিলনের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে ভিসাপ্রার্থীরা আমন্ত্রণকারীর আত্মীয়তার বিবৃতির বদলে আত্মীয়তার প্রশংসাপত্র দিতে পারবেন।
জাতীয় অভিবাসন প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, চীনের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন, অর্থনীতির পুনরুদ্ধার ও পুনরুত্থান এবং সম্প্রসারিত উন্মুক্তকরণের প্রেক্ষাপটে অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি অভিবাসন প্রশাসনের পরিষেবা বাড়ানোর পরামর্শ দিয়েছে। তিনি জানান, জাতীয় অভিবাসন প্রশাসন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলাপ-আলোচনা করে চীনে বিদেশিদের ব্যবসা, লেখাপড়া ও পর্যটন-সংশ্লিস্ট সমস্যা সমাধানে পরিষেবা সংস্কার ও নীতি-ব্যবস্থার সৃজনশীলতা গভীরতর করবে, প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ শক্তিশালী করবে এবং নতুন উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠা বাড়াতে ও পরিষেবা দিতে থাকবে।