বাংলা

উত্তাপ ছড়াচ্ছে ‘ছোট শীত’

CMGPublished: 2024-01-18 10:10:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের চান্দ্রপঞ্জিকার শেষ ৬ সৌরপদ মিলে হয় শীতকাল। গত ৬ জানুয়ারি ছিল ‘সিয়াও হান’ সৌরপদ। যার মানে হলো ‘ছোট শীত’। এ সময় উত্তর-পশ্চিম চীনে প্রচণ্ড শীত পড়ে। তবে বরফ ও তুষারের জমজমাট খেলাধুলা যেন এ অঞ্চলজুড়ে ছড়াচ্ছে ‘উত্তাপ’।

শীতে বেশিরভাগ সময় বাসায় শুয়ে-বসে কাটাতে হয়। তাই সময় কাটাতে অনেকে চলে যান নিং সিয়াং ই ছুয়ান শহরের ইউয়ে হাই স্কিইং মাঠে। সেখানে রঙিন পোশাক আর স্টিক হাতে নেমে পড়েন স্কিইং করতে। তাদের হই-হুল্লোড় ও হাসিতেই সরগরম চারদিক।

ইং ছুয়ানের বাসিন্দা সিয়ে ইয়ান এসেছিলেন তার ৯ বছর বয়সী ছেলেকে নিয়ে। দিনের অর্ধেকটা সময় তারা খেলছেন এ মাঠে। তিনি বলেন, ‘সকালে শিশুদের সেমিস্টার পরীক্ষা শেষ হলো। বিকেলেই এসেছি স্কিইং করতে। ছেলের সহপাঠীরাও এসেছে।’

সিয়ে ইয়ান এই শিশুদের জন্য একজন কোচও নিয়েছেন। কোচের সহায়তায় ঘণ্টাখানেকেই শিশুরা স্কিইং করতে শিখে যায়।

তিনি বলেন, ‘শিশুরা এখান থেকে যেতেই চাইছে না। তারা আগামীকালও আবার আসতে চাচ্ছে।’

নিং সিয়া ইউয়ে হাই গ্রুপের বাজার ব্যবস্থাপক উ ইউয়ে লিং সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে স্কিইং মাঠে পর্যটক বেড়েছে। ২০২২ সালে পর্যটকরা এসেছিলেন ১ লাখ ৭৫ হাজার বার এবং ২০২৩ সালে এসেছিলেন ১ লাখ ৯৫ হাজার বার। বিশেষ করে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পর কিশোর-কিশোরীদের এ ক্রীড়ায় অংশগ্রহণ বেড়েছে। বেড়েছে শীতকালীন ক্যাম্পসহ নানা আয়োজনও।’

বরফ ও তুষারের জন্য খ্যাতি আছে উত্তর-পশ্চিম চীনের। ৩০ কোটি মানুষকে বরফ ও তুষারের খেলায় উৎসাহ যোগাতে ইনডোর স্টেডিয়ামও অনেক বেড়েছে। আর তা জনপ্রিয়তা পাচ্ছে হাজার হাজার পরিবারের মাঝে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn