বাংলা

উত্তর চীনের তুষার, দক্ষিণ চীনের ফুটবল এই শীতকালের হট আইটেম

CMGPublished: 2024-01-17 09:34:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ বছরের শীতকালে উত্তর চীনের তুষার ও বরফ সম্পর্কিত পর্যটন ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। বরফ দিয়ে তৈরি স্লাইড, তুষার ড্রিফ্টসহ নানা শব্দ ইন্টারনেটে অনুসন্ধানে উপরের দিকে রয়েছে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম চীনের কুই চৌ প্রদেশের গ্রাম পর্যায়ের ফুটবল লিগও শুরু হয়েছে। উত্তর থেকে দক্ষিণে চীনা মানুষের ক্রীড়া কার্যক্রমে দেখা যায় নতুন পরিবর্তন ও প্রবাহ। তুষারও স্বর্ণ ও রূপা হতে পারে এবং সাধারণ মানুষের ক্রীড়া প্রতিযোগিতাও নানা পর্যটক আকর্ষণ করতে পারে।

ফান চাও ই হলেন চীনের হেই লোং চিয়াং প্রদেশের শুয়াং ফেং বন খামারের একজন কর্মী। বিশ বছর আগে, তুষারপাত হলে তার কাজ কঠিন হয়ে যেত। তাই তিনি তুষার পছন্দ করতেন না, কারণ তুষার পড়লে কাঠ বাইরে পাঠাতে হতে পারতেন না। তবে এখন বাইরে তুষার দেখলে তার বেশ ভাল লাগে। যেখানে তিনি বাস করেন, সে জায়গার নতুন একটি নাম আছে - সুয়ে সিয়াং অর্থাৎ তুষার গ্রাম। ফান চাও ই একটি পারিবারিক হোটেল খুলেছেন এবং সম্প্রতি তার হোটেলের সবগুলো কক্ষের বুকিং পূর্ণ হয়ে গেছে। তুষার এখন তার আয়ের মূল উত্স। তুষার দেখতে আসা পর্যটক বেশি হলে ফান চাও ইর ব্যবসাও ভাল হয়।

গত নববর্ষের ছুটিতে সুয়ে সিয়াংয়ে আসা পর্যটকের সংখ্যা এত বেশি ছিল যে, হোটেলের সব কক্ষের বুকিং শেষ হয়ে যায়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৫ লাখ পর্যটক সুয়ে সিয়াংয়ে ভ্রমণ করতে আসেন। সুয়ে সিয়াংয়ের অদূরে অবস্থিত ইয়াবুলি স্কি রিসোর্ট। ২০০৩ সালের নভেম্বর চালু হয় এ রিসোর্ট। গত ডিসেম্বর মাসে এখানে অনুষ্ঠিত হয় স্কি উত্সব। নববর্ষের ছুটিতে রিসোর্টের আয় ছিল ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ইউয়ান। এ অঙ্ক ২০১৯ সালের তুলনায় ১৪০ শতাংশ বেশি।

হারবিন এ শীতকালে চীনের সবচেয়ে জনপ্রিয় একটি শহর। হারবিন তুষার ও বরফ পার্ক চালুর প্রথম দিন পর্যটক বেশি হবার কারণে নির্দিষ্ট সময়ের আগেই টিকিট বিক্রি বন্ধ করে দিতে হয়। পার্কে ৫০০ মিটার লম্বা বরফ দিয়ে তৈরি স্লাইড আছে, যেখানে প্রত্যেক পর্যটক কমপক্ষে একবার খেলেন। ফু চিয়ানের পর্যটক সুন চ্য চেং বলেন, তিনি শুরুতে থাইল্যান্ড ভ্রমণ করতে চেয়েছিলেন, তবে শর্ট ভিডিও প্ল্যাটফর্মে হারবিনের শর্ট ভিডিও দেখে তিনি ও স্ত্রী পরিকল্পনা পরিবর্তন করে হারবিনে এসেছেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn