বাংলা

উজবেকিস্তানের অলিম্পিক সিটি নির্মাণে চীনের সহায়তা

CMGPublished: 2024-01-15 11:35:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ শহরের পূর্ব দিকে একটি ব্যস্ত নির্মাণসাইটে সরবে নির্মাণকাজ চলছে। এটি চীনা প্রতিষ্ঠান-নির্মিত উজবেকিস্তান অলিম্পিক সিটি প্রকল্প।

চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিএএমসিই) উজবেকিস্তানের এই গুরুত্বপূর্ণ নির্মাণ প্রকল্পের ডিজাইন করেছে এবং এটি বাস্তবায়ন করছে। ১শ’ হেক্টরের এ প্রকল্পটিতে রয়েছে ৫টি প্রধান স্টেডিয়াম এবং ১৫টি আউটডোর জিমনেসিয়াম। নির্মাণকাজ সম্পন্ন হবার পর মধ্য-এশীয় অঞ্চলের বৃহত্তম ক্রীড়া কমপ্লেক্স হবে এটি। ২০২৫ সালের চতুর্থ এশিয়ান যুব গেমস এবং পঞ্চম এশিয়ান যুব প্যারা-গেমস সেখানে অনুষ্ঠিত হবে। চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা। প্রকল্পের ব্যবস্থাপক কুও জিচিয়াং জানান, ২০২২ সালে শাংহাই সহযোগিতা সংস্থার সমরকন্দ শীর্ষ সম্মেলনের পর চীন ও উজবেকিস্তানের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক প্রকল্প এটি।

উজবেকিস্তানের যুবনীতি ও ক্রীড়ামন্ত্রী আদম ইকরামভ জানান, তাসখন্দের বর্তমান ক্রীড়া সুবিধা তুলনামূলকভাবে পুরনো ও বিক্ষিপ্ত। বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের চাহিদা অথবা শহরবাসীদের বাড়তে থাকা শরীরচর্চা চাহিদা পূরণ করতে পারছে না সেগুলো। ২০২৩ সালের মে মাসে অনুষ্ঠিত চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক উজবেকিস্তানের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষর করে, আরও সাশ্রয়ী রেনমিনপি তহবিলের মাধ্যমে দেশটি একটি জ্বালানি সাশ্রয়ী ও সৃজনশীল অলিম্পিক সিটি তৈরি করতে সাহায্য দেয়।

অলিম্পিক সিটি তাসখন্দ পুরনো শহর এবং নির্মাতাধীন নতুন সিটির মাঝখানে অবস্থিত। উল্টো দিকে হলো নতুন নির্মিত বিশ্ববিদ্যালয় সিটি এবং স্থানীয় ল্যান্ডমার্ক ‘নতুন উজবেকিস্তান’ পার্ক। ভবিষ্যতে তাসখন্দের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্র হবে এটি। অলিম্পিক সিটির কাছ থেকে শহরবাসীদের প্রত্যাশা অনেক। শহরবাসী রুস্তান জানান, তাসখন্দে কখনও এতো আধুনিক স্টেডিয়াম ছিল না। অলিম্পিক সিটির নির্মাণ যুব ক্রীড়ার মান উন্নয়ন এবং তাসখন্দের শহরে চিত্র উন্নত করার ক্ষেত্রে সহায়ক হবে। প্রকল্প চালু হবার পর তিনি পরিবারের সদস্যের সঙ্গে নতুন স্টেডিয়ামে প্রতিযোগিতা দেখতে যাবেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn