বাংলা

আর্থ-বাণিজ্যিক সহযোগিতার বিশাল সুযোগ বাহরাইন ও চীনের মধ্যে

CMGPublished: 2024-01-15 11:37:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চায়না ন্যাশনাল মেশিনারি ইন্ডাস্ট্রি কর্পোরেশন নির্মিত বাহরাইন পূর্ব সিত্রা সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পের প্রথম পর্বের ১ হাজার ৭৭টি বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল-খলিফা এ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। জানা গেছে, আবাসন এলাকায় বৈজ্ঞানিক পৌরপরিকল্পনা রয়েছে এবং আধুনিক নকশার বসবাস ইউনিট গড়ে তোলা হয়েছে, যা অনেক পরিবারের আকাঙ্ক্ষা পূরণ করেছে।

দেশটির বৃহত্তম সামাজিক ক্ষতিপূরণমূলক আবাসন হিসাবে পূর্ব সিত্রা সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্পের প্রথম পর্ব সময়মতো সম্পন্ন ও স্থানান্তর হয়। এটা স্থানীয়দের জীবিকায় সহায়তা দেওয়ার পাশাপাশি বাহরাইনের প্রকল্প বাজারে চীনা প্রতিষ্ঠানের ভাল সুনাম গড়ে তুলেছে।

চীন বাহরানের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ এবং শীর্ষ আমদানি উত্সদেশ। সাম্প্রতিক বছরগুলোতে চীনা প্রতিষ্ঠানগুলো ইতিবাচকভাবে বাহরানের জ্বালানি, আবাসন, টেলিযোগাযোগ, নির্মাণ শিল্পসহ বিভিন্ন অবকাঠামো ও জীবিকা প্রকল্পের নির্মাণ ও বিনিয়োগে অংশ নিয়ে বাহরাইন ‘২০৩০ অর্থনৈতিক উন্নয়ন রূপকল্প’ এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের সঙ্গে সংযুক্তি বেগবান করেছে এবং স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দিয়েছে।

বাহরাইনের ‘২০২৩ অর্থনৈতিক উন্নয়ন রূপকল্প’র গুরুত্বপূর্ণ প্রকল্প আল দুর ফেজ-টু গ্যাস পাওয়ার স্টেশনের বিদ্যুৎ উত্পাদন ক্ষমতা দেশটির মোট বিদ্যুৎ উত্পাদনের প্রায় ৩০ শতাংশ। ২০১৮ সালে সেপকো-থ্রি আল দুর ফেজ-টু ১ হাজার ৫৪০-মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের টেন্ডার জেতে। কোম্পানির স্থানীয় কর্মী ফাতেমা ফসাল বলেন, এখানে চীনা প্রতিষ্ঠান উচ্চমানের সমার্থক শব্দে পরিণত হয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn