বাংলা

নতুন রূপ পেয়েছে চিয়াং সি প্রদেশের তা মো সিয়াং গ্রাম

CMGPublished: 2024-01-12 12:44:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“আমাদের এখানকার খামারে রয়েছে ভালো প্রাকৃতিক পরিবেশ। হাজার হাজার হেক্টর মরুভূমি প্রতিরক্ষামূলক বন রয়েছে এখানে। হৌ থিয়ান মরুভূমি দর্শনীয় স্থান থেকে গাড়ি চালিয়ে কেবল তিন মিনিট লাগে। এখানে রয়েছে বিনোদনমূলক মাছ ধরার অঞ্চল, শাকসবজি অঞ্চল, ফল অঞ্চল, ফল গাছ লালন অঞ্চল ইত্যাদি। এটি একটি অবসর জীবন কাটানো এবং বিনোদনমূলক খামার।” কথাগুলো বলছিলেন চিয়াং সি প্রদেশের হৌ থিয়ান উপজেলার সিপিসি’র উপসম্পাদক ছেং ছাও।

হৌ থিয়ান উপজেলা গাই ও চিন নদীর সংলগ্ন অঞ্চলে অবস্থিত। এখানে রয়েছে চিয়াং নান অঞ্চলের বৃহত্তম মরুভূমি - হৌ থিয়ান মরুভূমি। সাম্প্রতিক বছরগুলোতে হৌ থিয়ান উপজেলা হৌ থিয়ান মরুভূমির সুবিধা কাজে লাগিয়ে তা মো খামার প্রতিষ্ঠা করেছে। এ খামারে বিনোদন, রেস্তোরা, ফসল কাটা এবং পালনের অভিজ্ঞতা নেওয়াসহ নানা আনন্দ রয়েছে। এর মাধ্যমে হৌ থিয়ান উপজেলা আরও চাঙ্গা হয়ে উঠেছে।

তা মো খামারের দায়িত্বশীল কর্মকর্তা ছেন চিয়ান হুয়া এ উপজেলার অধিবাসী। তিনি বলেন, ‘আমি গ্রাম থেকে বহিরাগত হয়েছি। গ্রাম আমার বাড়ি। গ্রামবাসী আমার আত্মীয়। তাই আমি গ্রামবাসীদের জন্য কিছু করতে চাই; সবার জন্য পর্যটন থেকে উপার্জন করতে সাহায্য করতে চাই, যাতে সুন্দর গ্রামীণ দৃশ্যকে সকলের পকেটের টাকায় পরিণত করা যায়। প্রথম দিকে আমি হৌ থিয়ান মরুভূমি দর্শনীয় স্থানে কিছু বিনোদনমূলক প্রকল্প চালাই। আরও বেশি পর্যটক আসার কারণে পরিপূরক ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়ে। সেখান থেকে তা মো খামার প্রতিষ্ঠার ধারণার জন্ম হয়।”

ছেন চিয়ান হুয়া আরও জানান, মাটির গুণের কারণে খামারে ফল চাষ শিল্প অনেক উন্নত হয়েছে। বর্তমানে খামারে আঙ্গুরের বার্ষিক উত্পাদনের পরিমাণ ৩০ টনে ছাড়িয়ে গেছে, যার বার্ষিক মূল্য ৪ লাখ ইউয়ানেরও বেশি। লাল ড্রাগন ফলের বার্ষিক উৎপাদনের পরিমাণ ৪ হাজার কেজি ছাড়িয়ে গেছে, যার মূল্য দেড় লাখ ইউয়ান। “

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn