জাতীয় পার্ক: হোম ও স্বপ্ন
গত ২২ ডিসেম্বর চীনের ছিংহাই প্রাদেশিক সরকার সান চিয়াং ইউয়ান বা তিনটি নদীর উত্স জাতীয় পার্ক সম্পর্কিত একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। চীনের প্রথম জাতীয় পার্ক পরীক্ষামূলক সাইট ও প্রথম চলান জাতীয় পার্কের অন্যতম সান চিয়াং ইউয়ান জাতীয় পার্কে পাহাড়, পানি, বন, ক্ষেত, খাস, বালি ও বরফসহ সব প্রাকৃতিক সম্পদের সমন্বয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা বাস্তবায়িত হয়েছে। দু বছরের কাজের মাধ্যমে ইয়াংজি নদী, হুয়াং হ্য নদী ও লাছাং নদীর উত্সের সার্বিক সংরক্ষণ বাস্তবায়িত করে।
প্রতিবেদনে আরও বলা হয়, সান চিয়াং ইউয়ান জাতীয় পার্ক চালু হবার পর থেকে মোট ৬৬২ কোটি ১০ লাখ ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। পানিসম্পদের পরিমাণ, বনাঞ্চলের আয়তন ও বৈচিত্র্য দিন দিন বাড়ছে। পার্কে তিব্বতি অ্যান্টিলোপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ হাজারটিতে। পার্কে বাস করা ২০ হাজার পশুপালককে প্রাকৃতিক সংরক্ষণকর্মী হিসেবে নিয়োগ করা হয়। তাদের জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন হবার পাশাপাশি আয়ও আগের চেয়ে বেড়েছে।
বিশ্বের প্রথম জাতীয় পার্ক ও বৃহত্তম জাতীয় পার্ক ব্যবস্থা
বিশ্বের প্রথম জাতীয় পার্ক প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে আর বিশ্বের বৃহত্তম জাতীয় পার্ক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় চীনে। মানুষ জাতীয় পার্ক পদ্ধতির মাধ্যমে সংস্কৃতিকে রক্ষা করে এবং মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করে।
একশ’ বছর আগে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কর্নেলিয়াস হেঙ্গেস ইয়েলোস্টোন এলাকার সংরক্ষণে প্রথম বারের মতো জাতীয় পার্কের ধারণা উত্থাপন করে। ১৮৭২ সালের ১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট একটি আদেশ সই করেন এবং এর আওতায় ৮ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকাকে ইয়েলোস্টোন জাতীয় পার্ক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে এ পর্যন্ত জাতীয় পার্ক ও প্রাকৃতিক সংরক্ষণ এলাকার ধারণা বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্ব ঐহিত্য, প্রাকৃতিক সংরক্ষণ ব্যবস্থাসহ নানা নতুন ধারণা জন্ম হয়েছে। ২০১৩ সালের নভেম্বর মাসে চীনের সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসে প্রথম বারের মতো জাতীয় পার্ক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয় এবং তখন থেকে ১০ বছর কেটে গেছে।