বাংলা

পশ্চিম চীনের স্থানীয় বিশেষত্ব ‘বেল্ট অ্যান্ড রোড’-এ জনপ্রিয় হয়ে উঠছে

CMGPublished: 2024-01-08 09:59:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শান সি প্রদেশের সি’আন শহরের ছাং আন অঞ্চলে হিমশীতল ঠাণ্ডা পড়ে, তবে সেখানকার ছিনলিং ফুলবিশ্বের আধুনিক কৃষিপার্ক এলাকার গ্রিনহাউসে সুন্দর ফুল ফুটছে। ছাং আন অঞ্চলের ফুল উত্পাদন ঘাঁটিতে ফুল চাষের আওতাধীন জমির পরিমাণ প্রায় ৩৪০ হেক্টর এবং ছিনলিং পাহাড়ের পাদদেশে ‘ফুলবিশ্ব’ বলে পরিচিত। ফুল শিল্পের অব্যাহত উন্নয়নের সঙ্গে সঙ্গে স্থানীয় টাটকা ফুল বাজার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে যোগদানকারী দেশে সম্প্রসারিত হচ্ছে।

২০২৩ সাল থেকে মধ্য-এশিয়ার পাচঁটি দেশের সঙ্গে বিমানচলাচল পুরোদমে শুরু হওয়া এবং চীন-ইউরোপ (সি’আন) মালবাহী ট্রেনের সংখ্যায় নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ছিনলিং পাহাড়ী অঞ্চলে উত্পাদিত ছত্রাক, ধুসর-হরিদ্রাভ মালভূমির আপেল, হুয়াং হে নদীর তীরের খেজুর এবং ছিনলিং পাহাড় এলাকার চায়ের পাতাসহ উন্নতমানের স্থানীয় পণ্য আরও সুবিধাজনকভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ সংশ্লিষ্ট দেশগুলোতে সরবরাহ করছে সি’আন।

পশ্চিম চীনে পর্বতমালা অবরুদ্ধ এবং অনেক পাহাড় ও শৈলশিরা রয়েছে সেখানে। সেখানকার ভূমিগঠন জটিল, জলবায়ু ও পরিবেশ দ্রুত পরিবর্তনশীল এবং সাম্প্রতিক বছরগুলোতে ‘ভারসাম্যহীন উন্নয়ন’ সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ অঞ্চল। বর্তমানে পশ্চিমাঞ্চলের বহু স্থানীয় বিশেষত্ব গভীর পাহাড় থেকে বাইরে আসছে। সেগুলো দ্রুত পরিবহন নেটওয়ার্ক, কার্যকর গ্রামীণ পুরুজ্জীবন এবং উচ্চমানের উন্মুক্ত নীতির সুফল গ্রহণ করছে।

গত ১৯ ডিসেম্বর ছাং আন অঞ্চলে উত্পাদিত কার্নেশন, ফরগের্টমিনট ও ফ্যালেনোপসিসের মতো টাটকা ফুল রাশিয়ার

ভলগা-ডিনেপ্র এয়ারলাইনের ভিআই ২৪২৬ মালবাহী বিমানে করে সি’আন থেকে মস্কোয় যায়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn