রোববারের আলাপন- ফু আন শীতকালীন সাঁতার প্রতিযোগিতা আয়োজিত
আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আকাশ।
বন্ধুরা, চলতি বছরের অক্টোবরের শেষ নাগাদ, চীনে প্রবীণদের জন্য বিশেষ বাধামুক্ত বাসরুটের সংখ্যা দাঁড়ায় ১১ শতাধিক। চীনের পরিবহন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের এপ্রিল মাসে পরিবহন মন্ত্রণালয় বেইজিংসহ মোট ২৬টি প্রদেশ ও শহরকে নভেম্বরের আগে এক হাজার বাধামুক্ত বাসরুট চালুর নির্দেশ দেয়।
মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা জানান, ভবিষ্যতে উইচ্যাট অ্যাপসহ বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীরা রিজার্ভেশান-সেবাসহ অন্যান্য সেবা পাবেন।
সু চৌ শহরের মাদাম সু হুয়া সাংবাদিককে বলেন, “আমি ও আমার স্বামীর পায়ে সমস্যা। প্রবীণদের জন্য বাধামুক্ত বাস এখন আমাদের সরাসরি হাসপাতালের দরজায় পৌঁছে দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক।”
ভাই, চীনে বয়স্ক, প্রতিবন্ধী বা যাদের সাহায্য প্রয়োজন, তাদের জন্য নানা ধরণের সুবিধাজনক বা সমর্থন ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে আপনার ধারণা কি?
ভাই, চীনে জনগণের সুবিধার জন্য নানা ধরনের বাধামুক্ত স্থাপনা বা সুবিধা রয়েছে। এ বিষয়ে আপনি যা দেখেছেন তা আমাদের সাথে কিছু শেয়ার করতে পারবেন কি?
তৌহিদ:...
সংগীত
বন্ধুরা, ফু আন শীতকালীন সাঁতার প্রতিযোগিতা-২০২৩ সম্প্রতি ফু চিয়ান প্রদেশের ফু আনে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফু আন শহরের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন ব্যুরোর প্রধান লি চিসহ একাধিক কর্মকর্তা ও শীতকালীন সাঁতারপ্রেমীরা অংশগ্রহণ করেছেন।
এবারের প্রতিযোগিতায় মোট ১৭টি দলের দুই শতাধিক খেলোয়াড় নিবন্ধন করেছেন।
ভাই, শীতকালীন সাঁতার সম্পর্কে আপনার ধারণা কি? আপনি চীনে এই খেলা দেখেছেন?