চীনে শীতকালীন ক্রীড়া ও গণ-শরীরচর্চার সুষ্ঠু উন্নয়ন
বন্ধুরা, ১০ ডিসেম্বর সন্ধ্যায়, বেইজিংয়ে এ বছরের প্রথম তুষারপাত হয়েছে। পরদিন সকালে ওঠার পর, বেইজিংবাসীরা দেখেছেন, চারদিক সাদা হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য সবাই অনেক পছন্দ করেন এবং এ আনন্দময় পরিবেশে সবাই উপভোগ করেন। পাশাপাশি, সবার যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ রাস্তার তুষার পরিষ্কার করাসহ নানা ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে।
বন্ধুরা, আসলে শুধু বেইজিং নয়, সম্প্রতি চীনের উত্তরাঞ্চলের একাধিক অঞ্চলে তুষারপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, এ কয়েক দিনে, দেশের উত্তরাঞ্চলে অনেক অঞ্চলে আরও ভারী তুষারপাত হবে বলে অনুমান করা হচ্ছে।
বন্ধুরা, আমাদের ছোটবেলায়, তুষারপাতের পর, আমরা PE তথা Physical Education ক্লাসে মাঝে মাঝে snowball fight, snowman তৈরিসহ নানা ধরণের শীতকালীন খেলাধুলা বা শরীরচর্চা কার্যক্রম করতাম। এখন চীনে সব ধরনের শীতকালীন খেলাধুলা ও শরীরচর্চা সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। এ খাতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্ট উপাত্তে দেখা যায়, চীনে standard ice rink এবং outdoor ও indoor ski slope-এর পরিমাণ ইতোমধ্যে যথাক্রমে ৬৫৪ ও ৮০৩তে পৌঁছেছে। পাশাপাশি, দেশে শীতকালীন খেলাধুলায় অংশগ্রহণকারীদের সংখ্যা ৩৪.৬ কোটিতে পৌঁছেছে। চীনে ‘শীতকালীন খেলাধুলায় ৩০ কোটি মানুষের অংশগ্রহণের’ লক্ষ্যমাত্রা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
বন্ধুরা, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পর, সরকারের সমর্থন নীতি ও দিক-নির্দেশনায়,দেশজুড়ে শীতকালীন খেলাধুলা ও গণ-শরীরচর্চার অব্যাহত উন্নতি হচ্ছে। গত বছরের অক্টোবরের শেষ দিকে, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনসহ মোট ৫টি বিভাগ আনুষ্ঠানিকভাবে ‘বহিরঙ্গন খেলাধুলা স্থাপনা ও সেবা উন্নয়ন বিষয়ক কর্মপরিকল্পনা ২০২৩-২০২৫ সাল’ প্রকাশ করেছে। এতে শীতকালীন খেলাধুলা উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে নানা ব্যবস্থার কথা বলা হয়েছে।
পাশাপাশি, রাষ্ট্রীয় খেলাধুলা সাধারণ প্রশাসনের সূত্রে জানা গেছে, ‘দশম জাতীয় গণ-বরফ ও তুষার মৌসুম’ চলতি বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে উদ্বোধন করা হবে, তা আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত থাকবে। এতে নানা ধরনের বৈশিষ্ট্যময় শীতকালীন খেলাধুলা ও গণ-শরীরচর্চার কার্যক্রম আয়োজন করা হবে।
সূত্র আরও জানায়, এবারের ‘দশম জাতীয় গণ-বরফ ও তুষার মৌসুমে’ বিনামূল্যে বা স্বল্প খরচের ভিত্তিতে দেশজুড়ে শীতকালীন খেলাধুলার স্টেডিয়াম ও স্থাপনা জনগণের জন্য খুলে দেওয়াসহ নানা ধরেনের সমর্থন নীতি ও ব্যবস্থা নেওয়া হবে। এতে জনগণ শীতকালীন খেলাধুলা ও শরীরচর্চায় অংশগ্রহণ করার জন্য সুবিধা ও সমর্থন প্রদান করা হবে।
রাষ্ট্রীয় খেলাধুলা সাধারণ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ‘দশম জাতীয় গণ-বরফ ও তুষার মৌসুম’ শীতকালীন খেলাধুলা ও শরীরচর্চার প্রতি জনগণের চাহিদাকে কেন্দ্র করে । শীতকালীন খেলাধুলার স্থাপনা উন্নয়নসহ জনগণকে অব্যাহতভাবে নানা ধরনের সুবিধা দেওয়া হবে।