বাংলা

চীনে শীতকালীন ক্রীড়া ও গণ-শরীরচর্চার সুষ্ঠু উন্নয়ন

CMGPublished: 2023-12-17 21:58:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পাশাপাশি, রাষ্ট্রীয় খেলাধুলা সাধারণ প্রশাসনের সূত্রে জানা গেছে, ‘দশম জাতীয় গণ-বরফ ও তুষার মৌসুম’ চলতি বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে উদ্বোধন করা হবে, তা আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত থাকবে। এতে নানা ধরনের বৈশিষ্ট্যময় শীতকালীন খেলাধুলা ও গণ-শরীরচর্চার কার্যক্রম আয়োজন করা হবে।

সূত্র আরও জানায়, এবারের ‘দশম জাতীয় গণ-বরফ ও তুষার মৌসুমে’ বিনামূল্যে বা স্বল্প খরচের ভিত্তিতে দেশজুড়ে শীতকালীন খেলাধুলার স্টেডিয়াম ও স্থাপনা জনগণের জন্য খুলে দেওয়াসহ নানা ধরেনের সমর্থন নীতি ও ব্যবস্থা নেওয়া হবে। এতে জনগণ শীতকালীন খেলাধুলা ও শরীরচর্চায় অংশগ্রহণ করার জন্য সুবিধা ও সমর্থন প্রদান করা হবে।

রাষ্ট্রীয় খেলাধুলা সাধারণ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ‘দশম জাতীয় গণ-বরফ ও তুষার মৌসুম’ শীতকালীন খেলাধুলা ও শরীরচর্চার প্রতি জনগণের চাহিদাকে কেন্দ্র করে । শীতকালীন খেলাধুলার স্থাপনা উন্নয়নসহ জনগণকে অব্যাহতভাবে নানা ধরনের সুবিধা দেওয়া হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn