বাংলা

উন্মুক্তকরণের জিন ধরে রেখে উন্মুক্তকরণ ও অভিন্ন অর্জনের লক্ষ্য চেষ্টা চালাচ্ছে কুয়াং তোংবাসী

CMGPublished: 2023-12-14 17:05:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বহুবার বলার পর এখন এ কথার ইংরেজি ভার্সন ইতোমধ্যেই হ্য থিং হোং’র মাথায় খোদাই হয়ে গেছে, যা কোনও রকম ভাবনা ছাড়াই মুখ থেকে বের হয়। হ্য থিং হোং আরও বলেন, “দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান জোরদার করতে চাইলে শুধু কথা বললেই হয় না, বরং অনেক আর্থ-বাণিজ্যিক অনুষ্ঠানেরও আয়োজন করেছি আমরা।”

২০১৯ সালে স্থানীয় চতুর্থ ফোরামে প্রথমবারের মতো ‘অতিথি প্রদেশ’ ব্যবস্থা প্রবর্তন করা হয়। কুয়াং তোং প্রদেশ এ বছরের প্রধান অতিথি প্রদেশ হিসেবে অংশগ্রহণ করেছে। তাছাড়া কুয়াং তোং প্রদেশের বাণিজ্য বিভাগ সহযোগী সংস্থা হিসেবে ফোরামে অংশগ্রহণ করার জন্য ৬০টিও বেশি প্রতিষ্ঠান ও সংস্থাকে নিয়ে এসেছে।

২০২০ সালে হ্য থিং হোং দেশে ফিরে আসেন। তিনি কুয়াং তোং, হংকং ও ম্যাকাও উপসাগরীয় অঞ্চলের গুণগত মানসম্পন্ন উন্নয়ন এবং উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণ প্রতেক্ষ্য করেছেন। গত নয় মাসে কুয়াং তোং প্রদেশে বৈদেশিক পুঁজি ব্যবহারের অঙ্ক ১ হাজার ৯২৫ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে কুয়াং তোং প্রদেশের প্রতিষ্ঠানগুলো বিশ্বের ১২৫টি দেশ ও অঞ্চলে প্রত্যক্ষ বিনিয়ো করেছে। সে সব পরিসংখ্যান ও উদাহরণে হ্য থিং হোং আরও আস্থাশীল হয়েছে। তিনি বিশ্বাস করেন, কুয়াং তোং প্রদেশের উন্মুক্তকরণ আরও সম্প্রসারিত হবে। সোনার কার্ড হিসেবে প্রদেশটি উন্মুক্তকরণে আরও ভূমিকা পালন করবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn