বাংলা

রোববারের আলাপন-নেপালে আন্তর্জাতিক মাউন্টেইন ক্রস-কান্ট্রি কম্পিটিশন

CMGPublished: 2023-12-10 06:36:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল: ‘অভিন্ন সমৃদ্ধির জন্য দৌড়’। প্রতিযোগিতা থেকে অর্জিত অর্থ নেপালের পশ্চিমাঞ্চলের ভূমিকম্পদুর্গত এলাকায় পাঠানো হবে।

পোখারা হচ্ছে নেপালের বিখ্যাত পযর্টনকেন্দ্র। গত জুন মাসে এখানে প্রথমবারের মতো চীন-নেপাল ড্রাগন নৌকা মৈত্রী প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নেপালের গান্দাকি প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, টানা দু’বার এ প্রদেশে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলো, যা নেপাল ও চীনের জনগণের সম্পর্ককে আরও মজবুত করবে।

তৌহিদ ভাই, খেলাধুলা সহযোগিতা দু’দেশ ও অঞ্চলের জনগণের বন্ধুত্ব জোরদারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখাতে আপনার ধারণা কি?

এ খাতে চীন ও বাংলাদেশের সহযোগিতার অবস্থা কিছু বলুন।

তৌহিদ:...

আমরা আবার এবারের প্রতিযোগিতায় ফিরে যাই। এবারের প্রতিযোগিতা ছিল মাউন্টেইন ক্রস-কান্ট্রি কম্পিটিশন। এ ধরনের প্রতিযোগিতা আপনি পছন্দ করেন, তাইনা? আপনি চীনে এধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন?

তৌহিদ:..

এ ধরনের প্রতিযোগিতার উন্নয়নে চীন অনেক গুরুত্ব দেয়। এ বিষয়ে আপনি কি মনে করেন?

তৌহিদ:.

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn