বাংলা

চীনের সঙ্গে ডিজিটাল বাণিজ্য সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা বিদেশিদের

CMGPublished: 2023-12-04 09:58:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ২৩ থেকে ২৭ নভেম্বর দ্বিতীয় বিশ্ব ডিজিটাল বাণিজ্যমেলা জেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকজন বিদেশি অংশগ্রহণকারী বলছেন, মেলাটি ছিল ডিজিটাল বাণিজ্য উন্নয়ন শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং বিশ্ব ডিজিটাল অর্থনৈতিক সহযোগিতা বেগবান করার আন্তর্জাতিক ‘পাবলিক পণ্য’। চীনের সঙ্গে ডিজিটাল বাণিজ্য ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করার মধ্য দিয়ে ডিজিটাল বাণিজ্য উন্নয়নের সুফল ভাগাভাগি করার প্রত্যাশা করেন তারা।

এ মেলার প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল ট্রেড, গ্লোবাল এক্সেস’। মেলায় ৮শ’র বেশি ডিজিটাল বাণিজ্য-প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এদের মধ্যে ছিল ‘ফরচুন গ্লোবাল ৫শ’ কোম্পানির ৫০টিরও বেশি এবং বিশ্ব ও চীনের ডিজিটাল বাণিজ্যের শীর্ষ ১শ’ প্রতিষ্ঠানের ৫০টিরও বেশি । এছাড়া শতাধিক ‘নতুন ডিজিটাল পণ্য’ প্রথমবারের মতো প্রদর্শিত হয়।

এবারের মেলায় প্রকাশিত ‘চীনের ডিজিটাল বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন ২০২২’-এ দেখা গেছে, বর্তমানে ডিজিটাল বাণিজ্য উত্সাহব্যঞ্জকভাবে প্রসারিত হচ্ছে এবং ধাপে ধাপে এটি রিকম্বিনেশন ফ্যাক্টর রিসোর্স, অর্থনৈতিক কাঠামো রিমডেলিং এবং প্রতিদ্বন্দ্বিতামূলক কাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল বাণিজ্য বিশ্ব শিল্প চেইন ও সরবরাহ চেইনের দ্রুত ইন্টিগ্রেশন বেগবান করে এবং ব্যাপকভাবে বাণিজ্যিক মূল্য হ্রাস করে, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারের জন্য নতুন চালিকাশক্তি যোগাচ্ছে।

চীনে নিযুক্ত কিরগিজস্তানের প্রতিনিধি জানান, বর্তমান বিশ্ব অর্থনীতিতে ডিজিটাল বাণিজ্যের ভুমিকা গুরুত্বপূর্ণ। এ খাতের সম্ভাবনা অভূতপূর্ব এবং এ খাতে অব্যাহতভাবে উন্নয়ন ও সম্প্রসারণ হবে। এক্ষেত্রে চীনের প্রাধান্য সুস্পষ্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-কমার্স, অর্থবিজ্ঞান ও প্রযুক্তি, ক্লাউড-কম্পিউটিং এবং ইন্টারনেট অব থিংসসহ বিভিন্ন নতুন প্রযুক্তি চীনে উত্সাহব্যঞ্জকভাবে উন্নত হচ্ছে। ডিজিটাল বাণিজ্যমেলায় চীনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নতুন পণ্য মানুষের মনের ওপর গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn