বাংলা

মালয়েশিয়ায় প্রযুক্তিকর্মী গড়ে তুলতে সাহায্য করছে ইসিআরএল প্রকল্প

CMGPublished: 2023-12-04 10:00:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছয় শ’ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ইস্ট কোস্ট রেল লিঙ্ক (ইসিআরএল) মালয়েশিয়ার একটি রেল লাইন, যেটি চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) নির্মাণ করছে। এটি দেশটির পূর্ব ও পশ্চিম উপকূলকে সংযুক্তকারী ‘স্থল সেতু’ বলে গণ্য হচ্ছে। নির্মাণকাজ শেষ হবার পর এ রেল লাইন দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বেগবান করার পাশাপাশি স্পষ্টভাবে রেল লাইন বরাবর অঞ্চলের আন্তঃযোগাযোগ মান উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।

গুনাসিল্যান্ড দেশটির নেগারি পেরাক রাজ্যের অধিবাসী। ২০১৩ সাল থেকে তিনি সিসিসিসি’র সঙ্গে যুক্ত। ইসিআরএলে যোগ দেওয়ার আগে তিনি অন্য দু’টি প্রকল্পে কাজ করে ঝালাই কাজে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। এ অভিজ্ঞতা ইসিআরএল প্রকল্পে কাজের জন্য তাকে উপযুক্ত করেছে।

তিনি বলেন, ইসিআরএল প্রকল্পে অংশ নেওয়ায় পর আমি প্রথমবারের মতো নিশ্চল ফ্ল্যাশ ঝালাইয়ের সঙ্গে পরিচিত হই। আমার জন্য এটি ছিল একটি নতুন চ্যালেঞ্জ, যা আমাকে ঝালাইয়ে দক্ষতা উন্নয়নের সুযোগ করে দেয়।

রেল ওয়েল্ডিং ওয়ার্কশপে গুনাসিল্যান্ডের মতো অনেক স্থানীয় কর্মী বা তৃতীয় দেশের কর্মী কাজ করেন। প্রকল্প এগিয়ে যাবার প্রক্রিয়ায় তারা দক্ষতা রপ্ত করছেন এবং নিজেদের উন্নতি করছেন।

বর্তমানে প্রকল্পটির নির্মাণ কাজের প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। গত অক্টোবর পর্যন্ত প্রকল্পটি মালয়েশিয়া ও প্রতিবেশি দেশের নাগরিকদের জন্য ১৮ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। এ প্রকল্পে কাজ করা স্থানীয় কর্মীর সংখ্যা ৬ হাজার ৫শ’। এছাড়া প্রকল্প বাস্তবায়নকারীদের ১ হাজার ৯শ’র বেশি স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা আছে। প্রকল্পটির মাধ্যমে মালয়েশিয়ার প্রায় ১ হাজার ১শ’ প্রযুক্তিকর্মী প্রশিক্ষণ পেয়েছেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn