বাংলা

রোববারের আলাপন- শাংহাই টাওয়ার ভারটিকেল ম্যারাথন-২০২৩ অনুষ্ঠিত

CMGPublished: 2023-12-03 06:36:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ...

বন্ধুরা, চীনে এখন দিন দিন ঠান্ডা বাড়ছে। ইতোমধ্যে শীতকাল চলে এসেছে। অনেকে আসলে শীতকাল অনেক পছন্দ করেন। ভাই, আপনি-কি শীতকাল পছন্দ করেন?

চীনের শীতকালের অভিজ্ঞতা আমাদের ভাইবোনদের সঙ্গে শেয়ার করতে পারবেন কি ভাই?

তৌহিদ:..

চীনের শীতকালের কথা বললে, বরফ ও তুষারের কথা উল্লেখ না করলে হবে না। আপনি তুষার পছন্দ করেন? এর সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন?

তৌহিদ:…

সংগীত

৬৩২ মিটার উচ্চতার সুউচ্চ ভবন, এতে ৩৩৯৮ ধাপ রয়েছে। সম্প্রতি, বিশ্বের সবচেয়ে উঁচু ভারটিকেল ম্যারাথন- শাংহাই টাওয়ার ভারটিকেল ম্যারাথন-২০২৩ শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। জার্মানি, ব্রিটেন, ইতালি, মালয়েশিয়া, চীনসহ একাধিক দেশ ও অঞ্চলের ২০০০ খেলোয়াড় এতে অংশ নিয়েছেন।

শাংহাই টাওয়ার শাংহাইয়ের লু চিয়া চুইতে অবস্থিত। তা হচ্ছে বর্তমান চীনের সবচেয়ে উঁচু ভবন। শাংহাই টাওয়ার ভারটিকেল ম্যারাথন ২০১৭ সালে প্রথম আয়োজন করা হয়। এ বছর সারাদিন ধরে ম্যারাথনটি চলে।

....

তৌহিদ ভাই, আমরা অনেক ধরনের ম্যারাথন দেখেছি। কিন্তু, এরকম ভার্টিকেল ম্যারাথন এবারই প্রথম দেখেছি। বাইরে বৃষ্টি, তুষার, ভীষণ গরম, ভীষণ ঠান্ডাসহ নানা চরম আবহাওয়া থাকলেও, এ ম্যারাথন বা খেলাধুলা করলে কোনো সমস্যা হয় না। এটা অনেক মজার তাইনা? আমরা নিজের অফিস ভবনে ওঠার সময়ও এমন খেলাধুলাও করতে পারি, তাইনা? ভাই, আপনি কি মনে করেন?

তৌহিদ:...

Share this story on

Messenger Pinterest LinkedIn