বাংলা

পদ্ম ফুল চাষের গ্রাম কিভাবে পর্যটন শিল্প উন্নত করেছে

CMGPublished: 2023-11-26 18:31:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রিয় বন্ধুরা, চীনে বিভিন্ন আকারের এবং বিভিন্ন বৈশিষ্ট্যের অনেক গ্রাম আছে। এসব গ্রামের ইতিহাস ও রীতিনীতি ভিন্ন হওয়ায় তা যেন চীনের সংস্কৃতির রঙিন চিত্র রচনা করেছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চিয়াংসি প্রদেশ পরিদর্শন করেছেন। প্রদেশটি চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

পরিদর্শনকালে প্রেসিডেন্ট সি বলেন যে, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের সঙ্গে নগর এলাকা, কৃষিখাত এবং গ্রামীণ অঞ্চলের আধুনিকীকরণ জড়িত। তিনি গ্রামীণ পুনরুজ্জীবনের বিষয়ে খুব যত্নশীল। বাস্তুসংস্থান ব্যবস্থা রক্ষা করা এবং গ্রামটিকে আরও সুন্দর করার জন্য আধুনিক উপাদানগুলির সাথে গ্রামের ঐতিহ্যবাহী চিত্রকে একীভূত করুন।

আজকের অনুষ্ঠানে আপনাদের নিয়ে চিয়াংসি প্রদেশের আরেকটি গ্রামে যাবো। এই গ্রামটি কিভাবে নিজের বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প উন্নত করেছে- তা দেখবো।

পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের একটি সুসংরক্ষিত প্রাচীন গ্রাম আছে, তার সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী স্থাপনার জন্য গ্রামটি একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। গ্রামটির নাম ই ছিয়ান গ্রাম।

ইছিয়ান গ্রামটি পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের কুয়াংছাং জেলায় অবস্থিত; যা পদ্ম চাষের জন্য বিখ্যাত, ইয়ান গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উ কুয়াং ছাং জানান যে,

"কুয়াং ছাং জেলায় পদ্ম চাষের ইতিহাস ১৩শ’ বছরেরও বেশি প্রাচীন এবং এমন পরিবার আছে যারা এখানে আরও দীর্ঘকাল ধরে বিকাশ লাভ করেছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn