বাংলা

ফুলের বন্দরে পরিণত হয়েছে শাংহাই শহরতলি

CMGPublished: 2023-11-17 14:43:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ইউয়ান ই গ্রামের সরু গলি ধরে হাঁটলে আপনি মাঝেমাঝে দেখতে পাবেন রাস্তার পাশে দাঁড়ানো রয়েছে ট্রাক। গ্রামবাসীরা সাবধানে প্যাকেট করে মুলসহ বক্স ট্রি গাড়িতে ওঠাচ্ছেন। হাসিমুখে কয়েকজন গ্রামবাসীরা জানান, ব্যবসায়ীরা ওইসব গাছ ক্রয় করেছেন। গাছগুলো অন্য স্থানে নিয়ে লাগানো হবে। বছরের শেষ দিকে এ ব্যবসা আরও ভালো হয়েছে।

চীনা ভাষায় ইউয়ান ই মানে বাগান। এতে বোঝা যায়, ইউয়ান ই গ্রাম কিসের জন্য জনপ্রিয়। এ গ্রাম শাংহাই শহরের ছোং মিং অঞ্চলের কাং ইয়ান উপজেলার উত্তরপূর্বে অবস্থিত। পুরো গ্রামে রয়েছে ৮৩৫টি কৃষিপরিবার। তাদের মধ্যে ৭০০টি পরিবার বক্স ট্রি চাষের সঙ্গে যুক্ত। এখানে বক্স ট্রি চাষের আওতাধীন জমির আয়তন ৬৭ হেক্টর ছাড়িয়ে গেছে। দশ বছর বয়সী বক্স ট্রির সংখ্যা দশ হাজারেরও বেশি। এখানে ২০০ বছর বয়সী গাছও রয়েছে। ইউয়ান ই গ্রাম শাংহাইয়ের প্রথম দলীয় গ্রাম পুনরুজ্জীবনের নিদর্শন গ্রাম এবং কৃষি ও গ্রাম মন্ত্রণালয়-স্বীকৃত ‘এক গ্রাম এক বৈচিত্র্য’ এর নিদর্শন গ্রাম।

হ্য সিং বাগানের সাবেক প্রধান শি হ্য শেং বলেন, “সর্বপ্রথম আমরা বায়ু প্রতিরোধ ও বাঁধ শক্ত করার জন্য বক্স ট্রি লাগিয়েছিলাম। পরে বক্স ট্রি লাগানোর প্রযুক্তি নিয়ে অনেক গবেষণা করি। বসন্তকালে গাছ স্থানান্তরের ঐতিহ্য ভেঙ্গে এখন বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীতকালে অর্থাৎ বছরের যেকোনও সময় এ গাছ লাগানো যায়।”

প্রথম দিকে লাগানো বক্স ট্রি ইচ্ছেমতো বড় হতো। ২০০০ সাল থেকে বক্স ট্রি আকার পরিবর্তন করা শুরু হয়। ডাল কাটার মাধ্যমে সুন্দর আকৃতিতে গড়ার পর বক্স ট্রির মূল্য অনেক বেড়ে যায়। বয়স্ক ও সুন্দর আকৃতির বক্স ট্রির দাম কয়েক লাখ এমন কি মিলিয়ন ইউয়ান পর্যন্ত উঠতে পারে। বৈচিত্র্যময় বক্স ট্রি সারা চীনের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করে। প্রতি বছর বক্স ট্রি থেকে আয় হয় ৪ কোটিও ইউয়ানেরও বেশি। পরিবারপ্রতি কৃষকদের গড় উপার্জন ৪০ হাজার ইউয়ান ছাড়িয়ে যায়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn