বাংলা

রোববারের আলাপন- চীনের ‘ডবল ইলেভেন’ অনলাইন কেনাকাটা উৎসব

CMGPublished: 2023-11-12 06:36:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ...

আকাশ: ভাই, এ মাসের এগারো তারিখ একটি বিশেষ দিবস হবে, আপনি কি জানান, সেটা কি?

তৌহিদ: জানি না।

আকাশ: আপনি ওইদিনের তারিখ একটু দেখুন। এখন বুঝতে পারেন?

তৌহিদ: উম..... ১১ই নভেম্বর, এর মানে কি?

আকাশ: ১১,১১, চারটি ১, অর্থ অনুমান করুন।

তৌহিদ: আপনি বলুন।

আকাশ: আমি আপনাকে একটি tip দেই। বৌ বা মেয়েবন্ধু থাকলে মানে দু’জন, আর যদি ব্যাচেলর হয়, তাহলে এক জন, একা মানুষ, তাইনা?

তৌহিদ: হ্যাঁ, তাহলে ১১,১১ মানে চারজন ব্যাচেলর!

আকাশ: আপনি ঠিক বলেছেন, এত বেশি ব্যাচেলর, এজন্য সেদিনটি হলো ব্যাচেলর দিবস!

তৌহিদ: সত্যি! হাহা, আপনি নিশ্চয়ই মজা করছেন, তাইনা?

আকাশ: না না... সত্যিই সেদিন চীনের ব্যাচেলর দিবস!

তৌহিদ: হাহা, কি মজা!

আকাশ: আরো মজা আছে, প্রথম এ দিবস শুরু হওয়ার পর শুধু ব্যাচেলররা একসাথে মিলিত হয়ে ডিনার খায়। আর তাদের মেয়েবন্ধু বা ছেলেবন্ধু না থাকার কারণে এদিন তারা অনলাইনে শপিং করেন। এজন্য অনলাইন শপিং ওয়েবসাইট, যেমন- থাওপাও, জিনতুং এদিন বড় ডিসকাউন্ট দেয়। এ জন্য এ দিনটি অনলাইন শপিং দিবসও হয়ে গেছে।

তৌহিদ: সত্যি? এতো দারুণ মজা।

আকাশ: বন্ধুরা, ২০২২ সালে চীনে এই কেনাকাটা দিবসে, অনলাইনে বিক্রির পরিমাণ ৫৫৭.১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। যা ২০২১ সালের একই সময়ের চেয়ে ৮.৪৫ শতাংশ বেশি। তৌহিদ ভাই, আপনি গত বছরের এ দিনে কেনাকাটা করেছেন?

তৌহিদ: আসলে, সবসময়ই অনলাইনে কিনি।

আকাশ: আপনার চীনের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা আমাদের বলুন।

আকাশ: ভাই, আমি উত্তরা থাকার সময়ে অনলাইন কেনাকাটা করিনি। কিন্তু এখন এ খাতটি অবশ্যই বাংলাদেশে অনেক উন্নত হয়েছে। বাংলাদেশে এখন এ খাতে কি অবস্থা?

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn