বাংলা

চালের মধ্য দিয়ে নতুন যাত্রা

CMGPublished: 2023-11-03 18:22:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সোনালী শরত্কালে চীনের সান সি প্রদেশের থাই ইউয়ান অঞ্চলের হুয়াথা গ্রামের ধানক্ষেত পার্কে ২৬৬ হেক্টর জমিতে ধান কাটা শুরু হয়েছে। সোনালী ধানের ঢেউয়ে হারভেস্টার মেশিন ব্যস্ত ফসল তুলতে।

ধানক্ষেত পার্কে হাঁটলে বোঝা যায়, ধানক্ষেত ঘিরে ছোট্ট ট্রেন, ধানের শীষ দিয়ে তৈরি কার্টুনের মুর্তি, বিষ্ময়কর ধানশীষ কাসলসহ ধানসংশ্লিষ্ট উপাদান দিয়ে তৈরি দর্শনীয় সবকিছু পর্যটকদের আকৃষ্ট করছে। পর্যটকরা যাত্রা থামিয়ে নানা স্থানে ছবি তোলে। হুয়া তা গ্রামের ৭৪ বছর বয়সী অধিবাসী ইয়াং মাও ছুং আবেগী কণ্ঠে বলেন, “এখানে আবার ধান চাষ করা হবে, তা ছিল কল্পনার বাইরে। আরও বিষ্ময়কর যে, আগে কেউ আসেননি এমন ছোট্ট গ্রাম বর্তমানে একটি জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।”

ক্যাপশন: ২১ অক্টোবর কিন্ডারগার্ডেনের শিক্ষক ও বাচ্চারা ধানক্ষেত পার্কে ভ্রমণ করছে

হুয়া থা গ্রাম চিন ইউয়ান অঞ্চলের চিন ছি উপজেলায় অবস্থিত। অতীতকালে এখানে ধান চাষ করা হতো। তবে গত এক দশক আগে অনেক গ্রামবাসী অন্য স্থানে চলে যান শ্রম দিতে। ধান চাষ করতে অনেক সময় ও অর্থ লাগে বলে গ্রামবাসীরা এক সময় ধান চাষ বাদ দেয়। আমাদের সাংবাদিককে গ্রামবাসীরা জানায়, এ স্থান একসময় ভুট্টা ক্ষেত ও খাগড়ার পুকুর ছিল।”

২০১৯ সালে হুয়া থা গ্রামে সমষ্টিগতভাবে ধান চাষ শুরু হয়। দু’বছর পর, একটি প্রতিষ্ঠান জমি লিজ নেওয়ার মাধ্যমে ধান চাষ শুরু করে। সে প্রতিষ্ঠানটি ভালো প্রজাতির ধানবীজ আনে এবং স্বয়ংক্রিয় চারা উত্পাদন ব্যবস্থা স্থাপনের মাধ্যমে চিন ছি ব্র্যান্ডের চালের প্রক্রিয়াকরণ সম্প্রসারণ করে এবং ধানক্ষেত পার্ক প্রতিষ্ঠা শুরু করে।

ক্যাপশন: ২০ অক্টোবর প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা কর্মীদের সাহায্যে ধান তুলছে

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn