বাংলা

একটি তথ্যচিত্র বানিয়ে চীনকে উপহার দিতে চান কলম্বিয়ার ভ্লগার

CMGPublished: 2023-11-02 18:43:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কলম্বিয়ার ভ্লগার ফার্দান্দো মুনোজ বার্নাল (Fernando Muñoz Bernal) প্রায় ২০ বছর ধরে চীনে অবস্থান করছেন। বর্তমানে তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে সারা চীন ভ্রমণ করছেন। এ ভ্রমণে কী কী অভিজ্ঞতা হয়েছে তার। আজকের অনুষ্ঠানে আমরা সেই গল্প শুনবো।

গত বছরের শুরুতে, কলম্বিয়ার ভ্লগার বার্নাল ও তার স্ত্রী আনুষ্ঠানিকভাবে চীন ভ্রমণ শুরু করেন। তিনি একটি প্ল্যাটফর্মে তার সে ভিডিওর অংশবিশেষ নেটিজেনদের সঙ্গে শেয়ার করেন। গত এক বছরে এ দম্পতি চীনের অধিকাংশ স্থানে পা রেখেছেন। আমাদের সাংবাদিককে যখন তার সাক্ষাত্কার দেন, তখন বার্নাল সবে সি’আনে পৌঁছেছেন।

তিনি বলেন, “আমি এ ভ্রমণে শুটিং করা সব উপাদান নিয়ে আগামী গ্রীষ্মে একটি তথ্যচিত্র তৈরি করবো। আগামী বছর চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে সেটা শেয়ার করবো চীনকে দেওয়া উপহার হিসেবে।”

কলম্বিয়ার সান্তিয়াগো ডি ক্যালি শহর থেকে এসেছেন বার্নাল। তিনি স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা পড়েছেন। ২০০০ সালের শেষ দিকে তিনি চীনে আসেন। সে সময় তিনি ভেবেছিলেন চীনে দু’তিন বছর থাকবেন। তবে সে ভাবনার বাইরে গিয়ে তিনি টানা বিশ বছর চীনে অবস্থান করছেন।

বার্নাল বলেন, “আমি একসময় থাইল্যান্ডে গিয়েছিলাম। সে দেশটাও ভালো। তবে বেতন অনেক কম। চীনে অনেক চাকরির অফার পাওয়া যায়, যার মানে চীনে ব্যাপক সুযোগ রয়েছে। তাই আমি বেশ কয়েকটি স্কুলে শিক্ষাদানের জন্য আবেদন করি। অবশেষে একটি চাকরিতে যোগ দিই। বাস্তবতা হলো, প্রথম দিকে চীন সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না।”

চীন থেকে কলম্বিয়া অনেক দূরে। সে সময় চীন সম্পর্কে কলম্বিয়ার জনগণের জানাশোনা ছিল সীমিত। ফার্নাল জানান, চীনে আসার পর প্রথম দিকে যখন পরিবারের সঙ্গে ফোনে তার কথা হতো, তখন আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় থাকতো তার চীনের জীবন। ধীরে ধীরে তার চীনের জীবন ও ক্যারিয়ার ভালোর দিকে যেতে থাকে এবং একই সঙ্গে তাকে নিয়ে তার পরিবারের সবার দুশ্চিন্তাও কমে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn