বাংলা

‘বেল্প অ্যান্ড রোড’-এ পাপুয়া নিউ গিনির যুবকের টেবিল টেনিস গল্প “

CMGPublished: 2023-10-30 10:31:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দীর্ঘ চীন-পাপুয়া নিউ গিনি বন্ধুত্বের জন্য শুভ কামনা জানাই।” সম্প্রতি তৃতীয় ‘বেল্প অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামের একটি বিশেষ ফোরামে পাপুয়া নিউ গিনির যুবক জেফরি রায় চীনা ভাষায় তাঁর উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন।

“আমি এই সুযোগে প্রেসিডেন্ট সি চিনপিংকে ধন্যবাদ জানাতে চাই।” পাপুয়া নিউ গিনির জাতীয় টেবিল টেনিস দলের জার্সি পরা রায় আন্তরিকভাবে কথাগুলো বলেন।

২০১৮ সালের ১৬ নভেম্বরে পাপুয়া নিউ গিনিতে রাষ্ট্রীয় সফর করার সময় প্রেসিডেন্ট সি চীনের সাহায্য নির্মিত বুটুকা একাডেমির নামফলক উন্মোচন করেন। তিনি চীনা অলিম্পিক চ্যাম্পিয়ন জাং ইনিং এবং পাপুয়া নিউ গিনিতে তাঁর শিক্ষার্থী রায়ের অনুশীলনও দেখেন।

রায় জানান, ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতার কারণে গত কয়েক বছর বেশ কয়েকবার শাংহাই ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের চীনা টেবিল টেনিস একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। চীনে প্রশিক্ষণের মাধ্যমে ২০১৯ সালের জুলাই মাসে তিনি ও তাঁর দলের সদস্য ১৬তম প্যাসিফিক গেমসে পুরুষদের ডাবলসে রৌপ্যপদক জিতে দেশটির জন্য টেবিল টেনিস ইতিহাসের শ্রেষ্ঠ ফল অর্জন করেন।

প্রতিযোগিতার পর তিনি চীনের প্রেসিডেন্ট সি’কে চিঠি লিখে তার টেবিল টেনিস ক্যারিয়ারের উন্নয়নে সমর্থন দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অল্প সময়ের মধ্যে তিনি প্রেসিডেন্ট সি’র জবাবও পান। প্রেসিডেন্ট সি চীন-পাপুয়া নিউ গিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীরতর করার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে দু’দেশের যুবকদের উত্সাহ দিয়েছেন – সেটা উপলব্ধি করে তিনি খুব আবেগআপ্লুত হয়ে ওঠেন।

এবারের শীর্ষ ফোরামে অংশ নেওয়ার পর রায় আবার শাংহাইয়ে যাবেন প্রশিক্ষণের জন্য। তিনি নভেম্বরে অনুষ্ঠিত ১৭তম প্যাসিফিক গেমসে ভাল ফলাফল অর্জন করার জন্য চেষ্টা চালাবেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn