বাংলা

রোববারের আলাপন: এবারের এশিয়ান প্যারা গেমস হবে সবচেয়ে ভাল একটি!-এশিয়ান প্যারালিম্পকি কমিটির চেয়ারম্যান

CMGPublished: 2023-10-29 06:36:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ‘রোববারের আলাপন’; আর আপনাদের সঙ্গে আছি আমি আকাশ।

শরৎ ভাই, এখন শরতকাল এসেছে, আবহাওয়া দিন দিন ঠান্ডা হচ্ছে। আবহাওয়া অনেক আরামদায়ক হলেও, তাপমাত্রা এখন দিন দিন কমে যাচ্ছে। তাইনা ভাই? এজন্য আমরা আমাদের সব ভাইবোনদের বলতে চাই, সবাই ভালভাবে নিজদের যত্ন নেবেন। আমি দেখেছি, অনেক বন্ধুদের ইতোমধ্যে ঠান্ডা লেগেছে। কিছু কিছু মানুষ কাশি, এমনকি, জ্বরও হয়েছে। তাহলে ফ্লু, কাশি বা জ্বর- এগুলি কিভাবে প্রতিরোধ করতে পারব আমরা? কিভাবে সুস্থ হতে পারব? অথবা আমরা বলতে পারি, কিভাবে দ্রুত সুস্থ হতে পারব? আপনি আমাদের কিছু পরামর্শ দিতে পারবেন কি?

সংগীত

বন্ধুরা, ২২ অক্টোবর চতুর্থ এশিয়ান প্যারা গেমস হাং চৌতে আয়োজন করা হয়। আমরা এ বিষয়ে আলাপ করব, কেমন?

বন্ধুরা, এবারের সাত দিনব্যাপী হাং চৌ এশিয়ান প্যারা গেমসে মোট ৫৬৪টি ইভেন্ট রয়েছে। এশিয়ার ৪৪টি দেশের প্রায় ৩১০০জন ক্রীড়াবিদ এতে নিজের জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন, নিজের চেতনা প্রদর্শন করতে পারবেন এবং একতা ও বন্ধুত্ব উন্নত করতে পারবেন।

এ দিকে, ২৩ অক্টোবর এশিয়ান প্যারা গেমসের প্রথম স্বর্ণ এসেছে চীনের ঘরে। চীনা অ্যাথলেট সিয়ে মাওসান হাংচৌ এশিয়ান প্যারা গেমসের প্রথম স্বর্ণপদক জয় করেছেন।

ক্যানো স্প্রিন্ট নারীদের কে এল ওয়ান ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছেন তিনি।

অন্যদিকে, এশিয়ান প্যারালিম্পকি কমিটির চেয়ারম্যান মাজিদ রাশিদ সিএমিজিকে এক বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। তিনি ইতোমধ্যে হাংচৌয়ে পাঁচবার এসেছেন। হাং চৌ সম্পর্কে তাঁর মনোভাব নিয়ে তিনি বলেন, হাং চৌয়ের মানুষ অনেক দয়ালু, আগ্রহী ও অতিথিপরায়ণ, মনে হয় আমরা নিজের বাসাতেই আছি।

এবারের এশিয়ান প্যারা গেমসের প্রতি তাঁর প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, এবারের এশিয়ান প্যারা গেমস হবে ইতিহাসের সবচেয়ে ভাল আয়োজন। সবচেয়ে উন্নত মানের এশিয়ান প্যারা গেমস ভিলেজে নানা ধরনের খেলাধুলার সরঞ্জাম, উন্নত পরিবহন ব্যাবস্থা, সব দিকে সব পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn