বাংলা

শেয়ার বাজারের মতো ব্যস্ত ফুল বাজার

CMGPublished: 2023-10-27 10:17:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের ইয়ুন নান প্রদেশের খুন মিং শহরের তৌ নান ফুল বাজার হলো এশিয়ার বৃহত্তম ফুল বাজার। স্থানীয়রা এ বাজারকে রঙিন বাজার হিসেবে গণ্য করেন। তাজা ফুল কেজি হিসাবে বিক্রি হয় এখানে। এ কথা বড় করে বলা হয়নি। গত ১০ বছরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই’র কারণে তৌ নান বাজারের ফুল বিভিন্ন দেশে জনপ্রিয় হয়েছে।

আপনি যদি প্রথমবারের মত তৌ নান বাজারে আসেন, তাহলে সময় ব্যবস্থাপনা করতে হবে। সারারাত ব্যস্ত থাকার পরে পুরো নগরীতে সকাল হলো ঘুমানোর সময়। নতুন দিন দুপুর থেকে হিসাব করা হয়।

তৌ নান অঞ্চলের সঙ্গে ব্যবসা শুরুর পর কলম্বিয়ার ফুল ব্যবসায়ী সিমেনের দেহঘড়ি পরিবর্তিত হয়েছে। এদিন একটি জরুরি অর্ডার পাওয়ার পরপরই সিমেনকে তৌনান বাজারে যেতে হবে।

আপনি এ বাজারে প্রবেশ করলে মনে হতে পারে যে, আপনি ভুল করে শেয়ার বাজারে প্রবেশ করছেন। আসলে এটি খুন মিং শহরের আন্তর্জাতিক ফুল নিলাম ও বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন দুপুর একটায় ৯শ জনেরও বেশি ‘ফুল দালাল’ বলিষ্ঠতার সঙ্গে ফুল লেনদেনের ব্যবস্থা করেন। এ বাজারে নেদারল্যান্ডের নিলাম ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ৪ সেকেন্ডে একটি লেনদেন করা যায়। মাত্র শূন্য দশমিক ৬ সেকেন্ডের ব্যবধানে লেনদেনের সুযোগ চলে যেতে পারে।

এশিয়ার সবচেয়ে পেশাগত ফুল নিলাম কেন্দ্র হিসেবে প্রতিদিন ৩ হাজারের বেশি প্রজাতির ফুল এখান থেকে ৪০টির বেশি দেশ ও অঞ্চলে পাঠানো হয়।

নিজের পছন্দের ফুল পেতে চাইলে শুধু হাতের গতি নয়, লাগবে অংশীদারও।

ফুলের শ্রেণীবিন্যাস গুণগতমানের নিশ্চয়তা। প্রতিদিন চাষ কেন্দ্র থেকে এ কেন্দ্রে আসা ফুল দৈর্ঘ্য, ফোটার মাত্রা এবং ফুলের আকার অনুযায়ী শ্রেণীবিন্যাস করা হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn