বাংলা

বিআরআই অংশীদারদের জন্য কল্যাণ বয়ে আনছে ‘মহাকাশ সিল্ক রোড’

CMGPublished: 2023-10-23 10:16:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘লাওস ১’ টেলিযোগাযোগ উপগ্রহের সংকেতের মাধ্যমে লাওসের শিক্ষা ও ক্রীড়া চ্যানেল প্রতিদিন সকালে দেশটির হাজার হাজার পরিবারের কাছে তার অনুষ্ঠান পৌঁছে দেয়। কোভিড-১৯ মহামারী চলাকালে এ চ্যানেলটি লাওসের ছাত্রছাত্রীদেরকে ঘরে বসে লেখাপড়ায় সাহায্য করেছে এবং এখনও দূরবর্তী পাহাড়ি এলাকার মানুষদের জন্য দূরশিক্ষণে ‍সুযোগ দিয়ে যাচ্ছে।

লাওসের দূরশিক্ষণ থেকে লেবাননের বন্দর নির্মাণ কিংবা সামুদ্রিক আবহাওয়া পর্যবেক্ষণ পর্যন্ত - যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ উত্থাপনের দশ বছরে চীন এ অঞ্চলের সহযোগিতামূলক অংশীদারদের সঙ্গে গভীর মহাকাশ বিষয়ক সহযোগিতা চালিয়েছে। এক একটি উপগ্রহ, এক একটি স্থল স্টেশনে স্থাপিত ‘মহাকাশ সিল্ক রোড’ মহাকাশ ক্যারিয়ার আরও ভালোভাবে সহযোগিতামূলক অংশীদারদের জন্য কল্যাণ সৃষ্টি করেছে।

চীনের মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন (সিএএসসি) ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতামূলক অংশীদারদের জন্য উপগ্রহ উদ্ভাবন ও উত্ক্ষেপণ পরিষেবা প্রদান করে আসছে। বলিভিয়া যোগাযোগ স্যাটেলাইট, ‘লাওস এ’ যোগাযোগ স্যাটেলাইট, চীন-ফ্রান্স সমুদ্র স্যাটেলাইট এবং পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট-১সহ সবই সাফল্যের সঙ্গে উত্ক্ষেপিত হয়েছে এবং টেলিযোগাযোগ, কৃষি, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও আবহাওয়া ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা পালন করছে।

চীনা মহাকাশ ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতামূলক অংশীদারদের উত্ক্ষেপিত বেশ কয়েকটি সেন্সিং স্যাটেলাইট আবহাওয়া পূর্বাভাস, দুর্যোগ প্রতিরোধ ও হ্রাস এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমর্থন দেয়।

একই সময় চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতামূলক অংশীদারদের জন্য মহাকাশ সম্পর্কিত স্থানীয় মেধা লালন করছে, প্রযুক্তি হস্তান্তর বেগবান করছে এবং স্থানীয় মহাকাশযান গবেষণা অবকাঠামো নির্মাণ করে চলেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn