বাংলা

রোববারের আলাপন: হাং চৌ এশিয়ান প্যারা গেমসের ভিলেজ আনুষ্ঠানিকভাবে খুলেছে

CMGPublished: 2023-10-22 06:36:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ‘রোববারের আলাপন’; আর আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং...।

বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে আমরা আগে অনেক চীনাদের শরীরচর্চা বিষয়ক গল্প আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমরা বাংলাদেশের একজন দাদার ব্যায়ামের গল্প আপনাদের সাথে শেয়ার করব, কেমন?

শরত্:

শরত ভাই, এ ঘটনা আপনার কাছে কেমন লেগেছে?

শরত্:...

ভাই, বাংলাদেশের গণশরীরচর্চার দিকে আপনি কি বলতে চান?

সংগীত

বন্ধুরা, চতুর্থ এশিয়ান প্যারা গেমস ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাং চৌয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ সম্পর্কিত কিছু খবর আমরা আপনাদের সাথে শেয়ার করব,কেমন?

অক্টোবর ১৪ হাংচৌ এশিয়ান প্যারালিম্পিক গেমস ভিলেজ পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়। ১৬ অক্টোবর এটি ক্রীড়াবিদদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

এবারের ভিলেজের মোট আয়তন ৩ লাখ ২৫ হাজার বর্গমিটার। ভিলেজে মোট ২৮টি আবাসিক ভবন ও ৩৪৪৬টি কক্ষ থাকছে।

হাংচৌ এশিয়ান গেমসের গণমাধ্যম ভিলেজকে হাংচৌ এশিয়ান প্যারালিম্পিক গেমস ভিলেজে রূপান্তর করা হয়েছে।

এদিকে, হাংচৌ এশিয়ান প্যারা গেমসের পরিবহনব্যবস্থা উন্নয়নে উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৪ অক্টোবর এ উপলক্ষ্যে ধারাবাহিক ব্যবস্থা সার্বিকভাবে চালু হয়েছে।

এবারের এশিয়ান প্যারা গেমসে মোট দশ হাজার লোক এ যাতায়াতব্যবস্থা ব্যবহার করবে। তাদের সুষ্ঠু সেবা নিশ্চিত করতে ১৯৭টি বাসকে বাধামুক্ত চলাচলে উপযুক্ত করার পাশাপাশি অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, এবারের এশিয়ান প্যারা গেমসে, ক্রীড়াবিদদের জন্য ১৪টি বাস লাইন, প্রযুক্তিগত কর্মকর্তাদের জন্য ১৮টি বাস লাইন, এবং সাংবাদিকদের জন্য ২৫টি বাস লাইন সেবা দেবে।

এদিকে, হাংচৌ এশিয়ান প্যারা গেমসের মশাল রিলে শুরু হয় আগামী ১৯ অক্টোবর। ১৬ অক্টোবর সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn