বাংলা

স্বর্গের মতো শহর হাংচৌ-২

CMGPublished: 2023-10-11 17:02:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত সপ্তাহের অনুষ্ঠানে আপনাদেরকে জানিয়েছি, ১৯তম এশিয়ান গেমস উপলক্ষ্যে চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌ এসেছি আমি ও রুবি। দুদিন কাজের পর ২৩ তারিখে উদ্বোধনের দিন এসে যায়। সেদিন আমরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পাইনি। তাই হাংচৌর বৈশিষ্টময় পশ্চিম হ্রদে কিছু লাইভ শো ও ভিডিও শুটিং করতে যাই আমরা। সাংবাদিক গ্রাম থেকে একটি বিশেষ বাস সার্ভিস রয়েছে, যেটিকে সাংস্কৃতিক বাস লাইন বলা হয়। এ বাসে চড়ে হাংচৌয়ের কিছু দর্শনীয় স্থানে যাওয়া যায়। আমরা দুজন সেদিন ওই বাসে করে পশ্চিম হ্রদে যাই। বাস থেকে নেমে আসার পর আমরা স্থানীয়দেরকে জিজ্ঞেস করি পশ্চিম হ্রদ কোথায়। তাদের কথা মতো চলে আমরা পরিচিত একটি জায়গায় পৌঁছে যাই। পরিচিত বলছি কেন? কয়েক বছর আগে আমরা দুজন হাংচৌ এসেছিলাম এবং দুই দিন অবস্থান করেছিলাম। সে সময় পশ্চিম হ্রদের কাছে একটি হোটেলে ছিলাম এক রাত। আমরা এবার আবার সেই হোটেলের কাছাকাছি চলে এসেছি। সেকারণে আমি ‘পরিচিত জায়গা’ কথাটি বলেছি। ব্যাপার হলো পশ্চিম হ্রদ বড় একটি জায়গা, যার আয়তন ৬ দশমিক ৩৭ বর্গকিলোমিটার। এক দিক থেকে অন্য দিকে যেতে চাইলে শাটল বাসে করে যেতে হবে। যেহেতু গতবার আমরা দুজন পশ্চিম হ্রদের এই দিকে অনুষ্ঠান করেছিলাম তাই এবার অন্য দিকে পদ্মফুল দেখতে চাই। কীভাবে শাটল বাসে করে যাওয়া যায় - স্থানীয়দেরকে সেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহুর্তে কয়েকজন ভারতীর সঙ্গে দেখা হয়। শুরুতে তাদেরকে বাংলাদেশি মনে করেছিলাম, তাই বাংলা ভাষায় শুভেচ্ছা জানাই। তারাও উত্তর দেন। পরে জানতে পারি তারাও এবার এশিয়ান গেমস কাভার করতে এসেছেন এবং তারা সবাই ভারতীয়। তাদের মধ্যে কয়েকজন বাংলা ভাষা বলতে পারেন; কেউ কেউ তামিল ও হিন্দি বলেন। তারা এখানে নৌকায় করে পশ্চিম হ্রদ ভ্রমণ করতে চান। তাই আমাদেরকে টিকিট কেনার ব্যাপারে জিজ্ঞেস করেন। তাদের সঙ্গে আলাপের পর আমরা আবার নিজের কাজে নেমে পড়ি। আমরা পুলিশ ও স্বেচ্ছাসেবকদের জিজ্ঞেস করে জানতে পারি, ওইদিন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কারণে শহরের কয়েকটি এলাকায় সাময়িকভাবে পরিবহনের ওপর বিধিনিষেধ কার্যকর হয়েছে। পাশাপাশি পশ্চিম হ্রদের কয়েকটি দর্শনীয় স্থানে মেরামত কাজ চলছে। তাই ওইদিন কোন শাটল বাস ও নৌকা সেবা ছিল না। পরে আমি নিউজে দেখি যে, ওইদিন সিরিয়ান প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন নেতা পশ্চিম হ্রাদে এসেছিলেন। তাই আমরা আমাদের পরিকল্পনা কিছুটা পরিবর্তন করি। কেন আমি পদ্ম ফুলের পুকুর দেখতে চাই? আগেই আমি ও রুবি আলোচনার মাধ্যমে নিজ নিজ ভিডিও বানানোর পরিকল্পনা ঠিক করেছি। আমি এবার এশিয়ান গেমসের তিনটি মাস্কট নিয়ে একটি ভিডিও তৈরি করতে চাই।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn