বাংলা

ডুরিয়ান ফল বাণিজ্য থেকে বড় বিনিয়োগ : বিআরআইয়ের ১০ বছরে চীন-আসিয়ান সহযোগিতার সাফল্য

CMGPublished: 2023-09-26 10:57:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ২০তম চীন-আসিয়ান মেলা এবং চীন-আসিয়ান ব্যবসা ও বিনিয়োগ শীর্ষ সম্মেলন কুয়াংসিয়ের নাননিং-এ অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছর আরও ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ এবং যৌথভাবে “এক অঞ্চল এক পথ’ উদ্যোগ-বিআরআই প্রস্তাব উত্থাপনের দশম বার্ষিকী। দশ বছরে চীন-আসিয়ান সহযোগিতার কোন কোন পরিবর্তন ঘটেছে? আজকের অনুষ্ঠানে আমি এ নিয়ে কথা বলব।

চলতি বছর ডুরিয়ান ফলের দাম সম্ভবত্য গত ৫ বছরে সবচেয়ে সস্তা। বেশ কয়েকটি দেশের ডুরিয়ান চীনা বাজারে আসছে। একজন “ডুরিয়ান অনুরাগী এ বিষয়ে আগ্রহী হবেন”।

দশ বছর আগে “ফলের রাজা” হিসাবে চীনে শুধু ডুরিয়ানের দামই চড়া ছিল তা নয়, এর বৈচিত্র্য কম ছিল এবং ততটা তরতাজাও ছিল না।

সাম্প্রতিক বছরগুলোতে আসিয়ান দেশগুলোর ডুরিয়ান চীনা বাজারে প্রবেশ করে। প্রজাতি বাড়া এবং দাম কমার সঙ্গে সঙ্গে এর পরিবহনেও সময় লাগছে কম। চলতি বছরের জুন মাসের প্রথম দিকে প্রায় ৫শ’ টন তাজা থাই ডুরিয়ান বহন করা চীন-লাওস-থাই Cold chain direct cross-border test train কোল্ড চেইন সরাসরি ক্রস-বর্ডার টেস্ট ট্রেন ছোংছিংয়ে পৌঁছে। ঐতিহ্যগত পরিবহন পদ্ধতির চেয়ে এ দফা ডুরিয়ানের পরিবহন ৬ দিন কমে মাত্র চারদিন লেগেছে।

চীন-লাওস রেলপথ ও জাকার্তা-বান্দুং হাই-স্পিড রেলওয়েসহ বেশ কিছু আন্তঃযোগাযোগ প্রকল্প কার্যকর করা এবং আন্তঃসীমান্ত ই-কমার্সের বাড়ায় চীন-আসিয়ান লজিস্টিক নেটওয়ার্ক ধারাবাহিকভাবে গতি বাড়িয়ে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক যোগাযোগে শক্তি সঞ্চার করেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে চীন-আসিয়ান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগের বছরের তুলনায় ১১.২ শতাংশ বেড়ে ৯৭৫.৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। পাশাপাশি এটি ২০১৩ সালের দ্বিগুণের বেশি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn