বাংলা

“ডিবাগ আয়রন লেডি” লিউ ইয়ংছি

CMGPublished: 2023-09-26 10:53:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“এক অঞ্চল এক পথ” উদ্যোগের বাস্তবায়নে (State Grid Liaoning Electric Power Supply Co., LTD)স্টেট গ্রিড লিয়াওনিং ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড ব্যাপকভাবে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ করছে, আন্তর্জাতিক প্রকল্প নির্মাণের পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে স্থিতিশীলভাবে “এক অঞ্চল এক পথ” বরাবর দেশগুলোতে বিভিন্ন বিদ্যুৎ নির্মাণ প্রকল্প বেগবান করছে। দশ বছরে, কোম্পানিটির বিদেশী ডিবাগার বা সফট্‌ওয়্যার ত্রুটি সংশোধনকারী ফিলিপাইন ও পাকিস্তানসহ মোট ছয়টি দেশের দশটি বিদেশী অবকাঠামো প্রকল্প ত্রুটিমুক্ত করেছেন। ফলে সাফল্যের সঙ্গে এশীয়, ইউরোপীয় ও আফ্রিকান বাজার সম্প্রসারণ করেছে কোম্পানিটি। “ডিবাগ আয়রন লেডি” নামে পরিচিত লিউ ইয়ংছি এদের মধ্যে অন্যতম।

একজন সাধারণ কর্মী হিসাবে ১১ বছর ধরে তিনি বিদেশে ডিবাগিং করেছেন।

২০১৯ সালের শুরুতে তিনি বাংলাদেশে যান। সেখানে তিনি দীর্ঘ ৭৩১ দিন কাজ করেন। প্রকল্পের সময় কম ও কঠিন, বিদেশী মালিকের সঙ্গে যোগাযোগ কঠিন এবং মহামারীসহ বিভিন্ন অপ্রত্যাশিত কারণ তাঁর কাজে অনেক অসুবিধা এবং চ্যালেঞ্জ ডেকে আনে।

লিউ ইয়ংছি’ বিদেশে কাজ করতে গিয়ে প্রধান যে সমস্যায় পড়েন তা হলো বিদেশী মালিককে চীনা প্রযুক্তির বিষয়ে আস্থাশীল করে তোলা। শুরুর দিকে বিদেশী মালিকরা সবসময় ইউরোপীয় মানদণ্ডের কথা জোর দিয়ে বলতেন। লিউ ধৈর্য ধরে তাদের চীনা মানদণ্ড ব্যাখ্যা করেন। ফলে, চীনের বেশ কয়েকটি মানদণ্ড ইউরোপীয় মানদণ্ডের চেয়ে উন্নতমানের দেখে তারা চীনের প্রযুক্তি ও সামর্থ্যকে স্বীকার করেন।

বাংলাদেশের পাওয়ার গ্রিড সামর্থ্য তুলনামূলকভাবে দুর্বল, নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি অস্থিতিশীল। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট উচ্চ লোড বহন করতে পারে না। এর ফলে ঘন ঘন নেটওয়ার্ক শক হয়। সমস্যাটি সমাধান করার জন্য লিউ ইয়ংছি দলের সঙ্গে গবেষণা করে, এক সেট “বিশেষ” প্রযুক্তি পরিলক্পনা তৈরী করেন। ফলে পরিকল্পনাটি কার্যকরভাবে পাওয়ার গ্রিডের নেটওয়ার্কের অস্থিতিশীলতার সমস্যা সমাধান করে এবং তাদের কাজ উচ্চ প্রশংসা পায়।

২০২২ সালের ২১ মার্চে পায়রা কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে তিনি দেশের শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন।

লিউ ইয়ংছি তাঁর নামের মতো সবসময় কাজের প্রতি আন্তরিক থাকেন। তিনি তাঁর চাকরি অবস্থানকে ভালোবাসেন, তাঁর দলটিকে ভালোবাসেন এবং অব্যাহতভাবে “এক অঞ্চল এক পথ”-এর জন্য নিজের শক্তি অবদান রাখতে চান।

Share this story on

Messenger Pinterest LinkedIn